১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

র‌্যাঙ্কিংয়ে লিটন-মুশফিকের উন্নতি

র‌্যাঙ্কিংয়ে লিটন-মুশফিকের উন্নতি - ছবি : সংগ্রহ

চট্টগ্রাম টেস্টে দারুণ পারফরম্যান্সের কারণে র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের লিটন দাস, মুশফিকুর রহীম ও তামিম ইকবালের। বোলারদের র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন সাকিব আল হাসান ও নাঈম হাসান।
গত সপ্তাহের পারফরম্যান্সের ভিত্তিতে র‌্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। বুধবার তা প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

লঙ্কানদের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৮৮ রানের ইনিংস খেলেন লিটন। এই ইনিংস দিয়ে তিন ধাপ এগিয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান, ১৭তম স্থানে আছেন তিনি।

১০৫ রানের মহাকার্যকর ইনিংস খেলেন মুশফিক। এই পারফরম্যান্সে চার ধাপ এগিয়ে ২৫ নম্বরে উঠে এসেছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। একই ইনিংসে ক্যারিয়ারের দশম সেঞ্চুরির দেখা পান তামিম, খেলেন ১৩৩ রানের ইনিংস। বাঁহাতি এই ওপেনার এগিয়েছেন ছয় ধাপ, ২৭ নম্বরে আছেন তামিম।

বোলারদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে সাকিব আল হাসানের। চট্টগ্রাম টেস্টে ৪ উইকেট নেয়া বাঁহাতি এই অলরাউন্ডার এক ধাপ এগিয়ে ২৯ নম্বরে আছেন। প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়ে টেস্ট ক্যারিয়ার সেরা বোলিং করা বাংলাদেশের ডানহাতি স্পিনার নাঈম হাসান ৯ ধাপ এগিয়ে ৫৩ নম্বরে আছেন।


আরো সংবাদ



premium cement