২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ঢাকা টেস্টে বৃষ্টির হানা

ঢাকা টেস্টে বৃষ্টির হানা - ছবি : সংগৃহীত

সকাল থেকেই আকাশ ছিল মেঘলা। তবু প্রায় নির্বিঘ্নেই হয় প্রথম সেশনের খেলা। দুপুর ১২টার দিকে শুরু হয় বৃষ্টি। যা চলছে এখনও। যার ফলে বন্ধ রয়েছে বাংলাদেশ-শ্রীলংকার মধ্যকার ঢাকা টেস্টের তৃতীয় দিনের খেলা।

তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৪ উইকেট হারিয়ে ২১০ রান তুলেছে শ্রীলঙ্কা। ধনঞ্জয়া ৩০ ও ম্যাথিউস অপরাজিত আছেন ২৫ রানে। বাংলাদেশের চেয়ে এখনও ১৫৫ রানে পিছিয়ে আছে সফরকারীরা।

তৃতীয় দিনের প্রথম ঘণ্টায়ই অবশ্য সাফল্য এনে দেন এবাদত হোসেন। এরপর অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথিউসকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন করুনারত্নে। কিন্তু ৮০ রান করে সাকিবের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন এ লঙ্কান ব্যাটার।এর আগে প্রথম ইনিংসে মুশফিক-লিটনের সেঞ্চুরিতে ৩৬৫ রান করে বাংলাদেশ।

এদিকে বৃষ্টি থামলেই কেবল মাঠ পরিদর্শনে নামতে পারবেন আম্পায়াররা। তখনই বোঝা যাবে, ঠিক কতক্ষণ পর আবার শুরু হবে খেলা। 


আরো সংবাদ



premium cement