২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ব্র্যাডম্যান-বোর্ডার-লয়েডদের পেছনে ফেললেন মুশফিক

মুশফিকুর রহিম - ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে পাঁচ নম্বরে নেমে অপরাজিত ১৭৫ রানের নান্দনিক ইনিংস খেলেছেন ব্যাটার মুশফিকুর রহিম।

৮২ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এই নিয়ে পঞ্চমবারের মতো ইনিংসে দেড় শ’ রানের বেশি করেছেন মুশফিক। ব্যাটিং পজিশনে পাঁচ নম্বরেই পাঁচবার দেড় শ’ রানের বেশি করেছেন তিনি।

এতে বিশ্ব ক্রিকেটে কিংবদন্তিদের পেছনে ফেলেছেন মুশফিক। নিজেদের ক্যারিয়ারে পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নেমে মুশফিকের চেয়ে ইনিংসে পাঁচবারের বেশি দেড় শ’র বেশি রান করতে পারেননি অস্ট্রেলিয়ার ডন ব্র্যাডম্যান, পাকিস্তানের জহির আব্বাস, জাভেদ মিয়াঁদাদ, আসিফ ইকবাল, অস্ট্রেলিয়ার অ্যালান বোর্ডার, ওয়েস্ট ইন্ডিজের ক্লাইভ লয়েডসহ আরো অনেকেই।

এই তালিকায় মুশফিকের উপরে আছেন পাঁচ ব্যাটার। তারা হলেন- অস্ট্রেলিয়ার স্টিভ ওয়াহ ও মাইকেল ক্লার্ক, দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স, ভারতের মোহাম্মদ আজহারউদ্দিন ও ওয়েস্ট ইন্ডিজের গ্যারি সোবার্স।

সবার উপরে ওয়াহ। ১৪ বার পাঁচ নম্বরে নেমে দেড় শ’র বেশি রান করেছেন তিনি।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement