২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

মুনিম শাহরিয়ার : শূন্য থেকে শেখরে

মুনিম শাহরিয়ার - ছবি : সংগ্রহ

মানুষের জীবনে কত স্বপ্নই না থাকে। কতো ভাবনাই না ভেবে থাকে। ছোট এই জীবনে কত ইচ্ছেই না করে থাকে। মনের আকাশে কত কল্পনাই না ভেসে থাকে। তবে ছোট বেলায় সেই স্বপ্নটা একটা বিন্দুতেই আটকে থাকে; ‘বড় হয়ে কি হবে সে?’ কেউ বলে থাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার কেউ পাইলট আবার কেউ বা মস্ত অফিসার।

কিন্তু শিক্ষিকা যখন প্রশ্ন করলো তাকে, কী হতে চাও জীবনে? কিছু না ভেবেই তার জবাব ক্রিকেটার হতে চাই, ক্রিকেট খেলতে চাই। বলতেই পারেন, এই আর তেমন কী! এখন তো ক্রিকেটার হতে চায় প্রায় সবাই, অহরহ হরহামেশাই। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু তার গল্পটা তো এই সময়কার নয়; সেই সময় থেকে আজ প্রায় দেড় যুগ পাড় হয়। সেই সময়ে এমন সাহস ভাবা যায়!

সাহসী উত্তর শুনে হতভম্ব শিক্ষিকা ‘শূন্য' বসালেন পরীক্ষার খাতায়। তাতে কি তাকে দমানো যায়? সেরারা কি কখনো ব্যর্থতাকে ভয় পায়? তারা তো নতুন উদ্যমে এগিয়ে চলে স্বপ্ন পূরণের দোরগোড়ায়। জেলা দল, বিভাগীয় দল হয়ে জায়গা পেলেন অনুর্ধ্ব ১৯-এ- মিরাজ, শান্ত, সাইফুদ্দীনদের ব্যাচে৷

কিন্তু কথায় আছে না, ‘সফলতার পথ সহজ নয়; বাঁধা পাড়ি দিয়েই এসেছে বিজয়।’ সেই বাঁধা আবারো আসলো জীবনে, নানাজনের নানান কথা শেল হয়ে বাঁধলো বুকে। ভাগ্যও দিচ্ছিল না সায়। সতীর্থরা যখন জাতীয় দলে; সে তখন খ্যাপ খেলে বেড়ায়। একসময় খেলা ছেড়ে দেবেন বলেই ভেবেছিলেন বিষন্নতা ও হতাশায়।

বাকিটা শুনি ভাষায়—

'আমি যা ক্রিকেট খেলতাম, তাতেই নিজের খরচ চালানোর চেষ্টা করতাম। আমার কিছুই যেন কাজে আসছিল না। ক্রিকেট খেলব কি না, এ নিয়েও দ্বিধায় পড়ে গিয়েছিলাম। বিষন্নতায় ভুগছিলাম।

আমাদের ক্রিকেট সংস্কৃতিই এমন, এখানে টিকতে হলে মানসিকভাবে অনেক শক্ত হতে হয়। মাঝে মাঝে মনে হতো খেলা ছেড়ে দেয়ার কথা। আশপাশের মানুষজন কেবল জাতীয় দলে কেন খেলতে পারছি না, সেটি নিয়ে প্রশ্ন তুলতো। কেউ কেউ বলতো, তোমার সঙ্গে খেলা ক্রিকেটাররা যদি জাতীয় দলে খেলতে পারে, তুমি কেন পারবে না। এসব কথা আশপাশে চলতেই থাকে। আর স্বাভাবিকভাবেই এই কথাগুলো কষ্ট দিত।'

কিন্তু সাহসীরা পা ফসকায়, দমে যায় না। আর তিনি তো সাহসটাকেই করে নিলেন পুঁজির উপায়। দলের চাহিদা বুঝেছেন, সেই অনুযায়ী কাজ করেছেন ও সাহসী ব্যাটিংয়ে মন দিয়েছেন। বলা যায় সফল হয়েছেন, আগ্রাসী ব্যাটিংয়ে নজরও কেড়েছেন, জাতীয় দলেও জায়গা পেয়েছেন। অর্থাৎ স্বপ্নটাকে ছুঁয়ে ফেলেছেন। যদিও স্বপ্ন জয় করার এখনো ঢের বাকী!

সবার ‘শূন্য থেকে শুরু’র গল্পটা উপমা হলেও সত্যিকার অর্থে শূন্য থেকে শুরুর গল্পটা তার। সেদিন ক্রিকেটার হতে চাওয়ায় শিক্ষিকা’র শূন্য পাওয়া সেই জন আজ ক্রিকেটের তথা আমাদের মুনিম শাহরিয়ার। আজকের গল্পটা শূন্য থেকে শুরু শিরোনাম হলেও, একদিন নিশ্চয়ই শিরোনাম হবে ‘শূন্য থেকে শেখরে!’

শিক্ষানগরী ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের পাড় ঘেঁষা চরপাড়ার নয়াপাড়ায় জন্ম তার এক শিক্ষিত পরিবারে৷ বাবা কাজ করতেন বীমা কোম্পানিতে, মা এনজিওতে। আর তাদের চোখের মণি হয়ে ১৯৯৮ সালের ২২ মে তারিখে জন্মগ্রহণ করেন তিনি। গতকাল ছিল তার ২৪তম জন্মবার্ষিকী। শুভ জন্মদিন।


আরো সংবাদ



premium cement
আওয়ামী লীগকে ‘ভারতীয় পণ্য’ বললেন গয়েশ্বর দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে দাগনভুঞার যুবক নিহত কাশ্মিরে ট্যাক্সি খাদে পড়ে নিহত ১০ অবশেষে অধিনায়কের ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছল পাকিস্তান জাতিসঙ্ঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থাকে আবার অর্থায়ন শুরু করবে জাপান শেখ হাসিনার অন্তর্ভুক্তিমূলক রাজনীতি বিএনপিকে অন্ধকারে ঠেলে দিয়েছে : ওবায়দুল কাদের রাশিয়া সমুদ্র তীরবর্তী রিসোর্টে ১৬.৪ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে সিরিয়ায় ইসরাইলি হামলায় নিহত ৩৬ সেনা সদস্য দৌলতদিয়া ঘাটে পন্টুন থেকে নদীতে পড়ে যুবকের মৃত্যু অ্যানেসথেসিয়ার পুরনো ওষুধ বাতিল করে কেন নতুনের জন্য বিজ্ঞপ্তি! বাইডেনের মেয়াদে রুশ-মার্কিন সম্পর্কের উন্নতির কোনো আশা নেই : রুশ রাষ্ট্রদূত

সকল