২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

শেষ ম্যাচেও হার ধোনিদের

- ছবি : সংগৃহীত

আইপিএলের শুরুতে হারের হ্যাটট্রিক হয়েছিল তাদের। চেন্নাই সুপার কিংস মরসুমটা শেষ করল হারের হ্যাটট্রিক দিয়েই। মুম্বই, গুজরাতের পর শেষ ম্যাচে শুক্রবার রাজস্থান রয়্যালসের কাছেও হেরে গেল তারা।

সঞ্জু স্যামসনের দল জিতল ৫ উইকেটে। পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে গেল রাজস্থান। লখনউ নামল তিনে। ফলে গুজরাতের বিরুদ্ধে প্রথম কোয়ালিফায়ারে নামবে রাজস্থানই। সেখানে হারলেও ফাইনালে ওঠার আরো একটা সুযোগ থাকবে।

ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে চেন্নাই। প্রথম ওভারেই রুতুরাজ গায়কোয়াড়কে হারায় তারা। ট্রেন্ট বোল্টের বলে রুতুরাজের ক্যাচ নেন সঞ্জু। তবে এর পর চেন্নাইকে শক্ত ভিতের উপরে দাঁড় করিয়ে দেন ডেভন কনওয়ে এবং মইন আলি। দ্বিতীয় উইকেটে ওঠে ৮৩ রান। এর মধ্যে বেশিরভাগ রানই মইনের। রাজস্থানের বোলারদের উপর চড়াও হন ইংল্যান্ডের ব্যাটার। বিশেষ করে বোল্টের বল নিয়ম করে মাঠের বাইরে ফেলতে থাকেন মইন।

আইপিএলের শেষ ম্যাচে জ্বলে উঠলেন তিনি। কনওয়ে ১৬ রানের ফেরার পরেই নারায়ণ জগদীশনকে এবং অম্বাতি রায়ডুকেও হারায় চেন্নাই।

এর পর মইনের সাথে যোগ দেন ধোনি। চেন্নাইয়ের অধিনায়ক ধীরগতিতে ইনিংস এগিয়ে নিয়ে গেলেও মইন আগাগোড়া আক্রমণাত্মক মানসিকতা নিয়েই খেলতে থাকেন। ১৯ বলে অর্ধশতরান করেন। শতরানের দিকেও এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু ওবেদ ম্যাকয়ের বলে ছয় মারতে গিয়ে বাউন্ডারিতে ধরা পড়েন রিয়ান পরাগের হাতে। শতরানের থেকে সাত রান দূরে থেমে যান মইন। তিনি ফেরার কিছুক্ষণ আগেই অবশ্য আউট হয়ে যান ধোনি। শেষ দিকে চেন্নাইয়ের ব্যাটাররা রান তুলতে না পারায় ১৫০/৬ স্কোরেই থেমে যায় তারা।

প্রতিযোগিতায় কমলা টুপির দাবিদার জস বাটলার হঠাৎ করেই ছন্দ হারিয়েছেন। চেন্নাই ম্যাচেও তার ব্যাটে রান পাওয়া গেল না। মাত্র দু’রানে সিমরজিৎ সিংহের বলে ফিরে গেলেন। আর এক ওপেনার যশস্বী জায়সবালের সাথে জুটি বাঁধেন সঞ্জু। প্রাথমিক ধাক্কা সামলালেও ১৬ রানে সঞ্জুকে ফেরান মিচেল স্যান্টনার। দেবদত্ত পাড়িক্কলকে তুলে নেন মইন।

সূত্র : আনন্দবাজার


আরো সংবাদ



premium cement
গাজাবাসীর প্রধান কথা- ‘আমাদের খাবার চাই’ অধিকার প্রতিষ্ঠায় দেশপ্রেমিক জনতার ঐক্যের বিকল্প নেই : ডা: শফিকুর রহমান সোনাগাজীতে জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পুরস্কার পেল ২২ কিশোর গফরগাঁওয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা : আমিনুল লিবিয়ায় নিয়ে সালথার যুবককে নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেফতার ১ মনুষ্য চামড়ায় তৈরি বইয়ের মলাট সরানো হলো হার্ভাড বিশ্ববিদ্যালয় থেকে আওয়ামী লীগকে বর্জন করতে হবে : ডা: ইরান আমরা একটা পরাধীন জাতিতে পরিণত হয়েছি : মেজর হাফিজ তরুণীর লাশ উদ্ধারের পর প্রেমিকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা ভিয়েনায় মুসলিম বিশ্বের রাষ্ট্রদূতদের ইফতারে ইসলামিক রিলিজিয়াস অথোরিটি আমন্ত্রিত

সকল