২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

সাকিবের বিদায়, সেঞ্চুরির পথে মুশফিক

সাকিবের বিদায়, সেঞ্চুরির পথে মুশফিক - ছবি : সংগৃহীত

চট্টগ্রাম টেস্টে ভালো অবস্থানে বাংলাদেশ। প্রথম ইনিংসে ইতোমধ্যে চার শ’ রান ছাড়িয়েছে স্বাগতিকদের ইনিংস। মুশফিক-লিটনের দারুণ জুটির পর দ্রুত ফিরেছেন তামিম ইকবাল। সেঞ্চুরির আফসোস নিয়ে আউট হন লিটন দাস। তবে এখনো সেঞ্চুরির পথে রয়েছেন টেস্টে পাঁচ হাজার রান পূর্ণ করা মুশফিকুর রহীম।

তৃতীয় দিন শেষে বাংলাদেশে রান ছিল ৩ উইকেটে ৩১৮ রান। মুশফিক ৫৩ ও লিটন ছিলেন ৫৪ রানে অপরাজিত। চতুর্থ দিনে শুরুটা মন্থর গতিতে আগান দুজন।

একসময় দুজনই পৌঁছান আশির ঘরে। তখন বিপদ আসে। দলীয় ৩৮৫ রানের মাথায় রাজিথার বলে ডিকভেলার হাতে ক্যাচ দিয়ে ফেরেন লিটন। ১৮৯ বলে ১০ চারে ৮৮ রান করে ফেরেন তিনি।

পরের বলেই বোল্ড তামিম ইকবাল। আগের দিন তিনি ছিলেন রিটায়ার্ড হার্ড। এদিন মাঠে নেমে বলই বুঝতে পারলেন না। হয়ে যান বোল্ড। রান তার আগেরটাই, ১৩৩।

সাকিবের সাথে মুশফিকের জুটিও দারুণ হচ্ছিল। তবে মেজাজ হারিয়ে আউট হন সাকিব। ফার্নান্দোর বলে হাঁকাতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। ৪৪ বলে ২৫ রান করেন তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত মুশফিকের ব্যক্তিগত রান ৯৪। বাংলাদেশের দলীয় রান ৪২৬/৬।


আরো সংবাদ



premium cement