২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

সালমাদের বাধা এখন লঙ্কান মেয়েরা

সালমাদের বাধা এখন লঙ্কান মেয়েরা - ছবি : সংগৃহীত

টানা তিন জয়ে কমনওয়েলথ গেমসের বাছাই পর্বে উড়ছে বাংলাদেশের মেয়েরা। রোববার তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছে সালমারা।

বাংলাদেশের মেয়েদের সামনে এখন বাধা শ্রীলঙ্কার মেয়েরা। এদের হারাতে পারলেই কমনওয়েথ গেমসের টিকিট পাবে সালমারা। বাছাই পর্বের শেষ ম্যাচে সোমবার সকালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।

কুয়ালালামপুরে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামে বাংলাদেশের মেয়েরা। আগে ব্যাট করতে নেমে ১৭.৩ ওভারে মাত্র ৭৭ রানে গুটিয়ে যায় স্কটল্যান্ড। জবাবে বাংলাদেশ জয়ের বন্দরে পৌঁছায় ২৮ বল হাতে রেখে। উইকেট পতন মাত্র একটি। বাংলাদেশ পায় ৯ উইকেটের জয়। দারুণ অপরাজিত ফিফটির সুবাদে ম্যাচ সেরার পুরস্কার পান বাংলাদেশের মুর্শিদা খাতুন।

পাঁচ দলের এই বাছাইপর্ব থেকে মাত্র একটি দল সুযোগ পাবে গেমসের মূল পর্বে খেলার। বাংলাদেশের পাশাপাশি শ্রীলঙ্কাও টানা তিন ম্যাচে পেয়েছে বড় জয়।

তাদের অধিনায়ক চামারি আতাপাত্তু আছেন দুর্দান্ত ফর্মে। আগামীকাল এই দুই দলের লড়াইয়ে বিজয়ী দল খেলবে আগামী জুলাই-আগস্টে বার্মিংহামে কমনওয়েলথ গেমসে।


আরো সংবাদ



premium cement