১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

‘বাবর আজম আমাদের আরতুগ্রুল, আমরা তার সৈনিক’

‘বাবর আজম আমাদের আরতুগ্রুল, আমরা তার সৈনিক’ - ছবি : সংগৃহীত

পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজমকে জনপ্রিয় তুর্কি সিরিজ ‘দিরিলিস আরতুগ্রুলে’র কেন্দ্রীয় চরিত্র আরতুগ্রুলের সাথে তুলনা করেছেন দলের ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি।

শনিবার এক সাক্ষাৎকারে আফ্রিদি বলেছেন, ‘আমি আর মোহাম্মদ রিজওয়ান সবসময়ই বাবরকে বলি, আমাদের কী করা উচিত? কেন না, তিনি আমাদের আরতুগ্রুল আর আমরা তার সৈনিক।’

এ সময় তিনি জানান, গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় ব্যাটার লোকেশ রাহুলের উইকেটটি তার জীবনের শ্রেষ্ঠ উইকেটগুলোর একটি।

একইসাথে ভারত-পাকিস্তান ম্যাচ সবসময় উত্তেজনাপূর্ণ বলেও জানান শাহিন শাহ আফ্রিদি। তিনি বলেন, ‘মাঠের লড়াইয়ের আগেই টানটান এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। কারণ এটি তো পাকিস্তান-ভারত ম্যাচ।’

বিশ্বকাপে রোহিত শর্মার আউট নিয়েও তাকে প্রশ্ন করা হয়। তিনি বলেন, ‘রোহিতের বিপক্ষে পরিকল্পনা অনুযায়ী বল করেছিলাম। আমি জানতাম তিনি মোহাম্মদ আমিরের ইনস্যুয়িং বলে আউট হয়েছিলেন, আমিও সেটার ট্রাই করে সফল হলাম। তাছাড়া আমার ভাবনায় ছিল যে যদি ভারতের সাথে দলে সুযোগ পাই তাহলে ভালো পারফর্ম করব।’

সূত্র : জিও নিউজ


আরো সংবাদ



premium cement