জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতলো শ্রীলঙ্কা
- নয়া দিগন্ত অনলাইন
- ২১ জানুয়ারি ২০২২, ২২:৪৬

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতলো স্বাগতিক শ্রীলঙ্কা। শুক্রবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কা ১৮৪ রানের বড় ব্যবধানে হারায় জিম্বাবুয়েকে। ফলে আইসিসি বিশ্বকাপ সুপার লিগের অংশ তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় লঙ্কানরা।
পাল্লেকেলেতে টস জিতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেটে ২৫৪ রান করে শ্রীলঙ্কা। দলের পক্ষে পাথুম নিশাঙ্কা ৫৫ ও চারিথ আসালঙ্কা ৫২ রান করেন।
২৫৫ রানের টার্গেটে খেলতে শ্রীলঙ্কার বোলারদের তোপের মুখে পড়ে জিম্বাবুয়ে। ব্যাটাররা বড় ইনিংস খেলতে ব্যর্থ হওয়ায় ২৪ দশমিক ৪ ওভারে মাত্র ৭০ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। দলের দুই ব্যাটার দুই অংকের কোটা পার করতে পারেন।
শ্রীলঙ্কার লেগ-স্পিনার জেফরি বান্দারসে ১০ রানে ৪ উইকেট নেন। ম্যাচ সেরা হন আসালঙ্কা। সিরিজ সেরা হন নিশাঙ্কা। প্রথম ম্যাচে শ্রীলঙ্কা ৫ উইকেটে এবং দ্বিতীয়টিতে ২২ রানে জিতেছিল জিম্বাবুয়ে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা