১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫
`

বিপিএল : কে হাসল কতবার হাসল

বিপিএল : কে হাসল কতবার হাসল - ছবি : সংগৃহীত

বেজে উঠেছে দামামা, ছড়িয়েছে রঙিন আভা। বাংলার ক্রিকেটে উৎসব লেগেছে। ঘরে ঘরে যার আমেজ ছুঁয়েছে। পাওয়া না পাওয়ার ভিড়ে উত্তেজনা আর শিহরণে প্রস্তুত সবে বিপিএলের অষ্টম আসর বরণে। বরণ তো হবেই, ফাঁকেতে চলুন না দেখে আসি অতীতটা। কে হাসল, কতবার হাসল আর কে হলো আসরের সেরা? চলুন খুঁজে নিই।

▪️২০১২ : ১ম আসর

প্রতিযোগী দল ৬টি। মোট ম্যাচ : ৩৩টি।
ফাইনাল : ঢাকা গ্ল্যাডিয়েটরস বনাম বরিশাল বার্নার্স।
চ্যাম্পিয়নঃ ঢাকা গ্ল্যাডিয়েটরস।

টুর্নামেন্ট সেরা : সাকিব আল হাসান (খুলনা রয়েল)
সর্বোচ্চ রান : আহমেদ শেহজাদ(বরিশাল বার্নার্স) ৪৮৬ (১২ম্যাচ)
সর্বোচ্চ উইকেট : ইলিয়াস সানি (ঢাকা গ্ল্যাডিয়েটরস) ১৭ (১২ ম্যাচ)

▪️২০১৩ : ২য় আসর

প্রতিযোগী দল : ৭টি। মোট ম্যাচ : ৪৬টি।

ফাইনাল : ঢাকা গ্ল্যাডিয়েটরস বনাম চিটাগং কিংস।
চ্যাম্পিয়ন : ঢাকা গ্ল্যাডিয়েটরস।

প্লেয়ার অফ দ্য ফাইনাল : মোশাররফ হোসেন
টুর্নামেন্ট সেরা : সাকিব আল হাসান(ঢাকা গ্ল্যাডিয়েটরস)
সর্বোচ্চ রান : মুশফিকুর রহিম (৪৪০রান)
সর্বোচ্চ উইকেট : আলফনসাস টমাস (২০ উইকেট)।

▪️২০১৫ : ৩য় আসর

প্রতিযোগী দল : ৬টি। মোট ম্যাচ : ৩৪টি।
ফাইনাল : কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম বরিশাল বুলস
চ্যাম্পিয়ন : কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

প্লেয়ার অফ দ্য ফাইনাল: অলোক কাপালি
টুর্নামেন্ট সেরা: আসহার জাইদি (কুমিল্লা ভিক্টোরিয়ান্স)
সর্বোচ্চ রান : কুমার সাঙ্গাকারা ৩৪৯
সর্বোচ্চ উইকেট : কেভিন কুপার ২২টি

▪ ২০১৬ : ৪র্থ আসর

প্রতিযোগী দল : ৭টি। মোট ম্যাচ : ৪৬টি
ফাইনাল : ঢাকা ডায়নামাইট বনাম রাজশাহী কিংস
চ্যাম্পিয়ন : ঢাকা ডায়নামাইট।

প্লেয়ার অফ দ্য ফাইনাল : কুমার সাঙ্গাকারা
টুর্নামেন্ট সেরা : মাহমুদুল্লাহ রিয়াদ
সর্বোচ্চ রান : তামিম ইকবাল ৪৭৪
সর্বোচ্চ উইকেট : ডোয়াইন ব্রাভো ২১টি

▪️২০১৭ : ৫ম আসর

প্রতিযোগী দল : ৭টি। মোট ম্যাচ : ৪৬টি
ফাইনাল : রংপুর রাইডার বনাম ঢাকা ডায়নামাইট
চ্যাম্পিয়ন : রংপুর রাইডার ৫৭ রানে জয়ী।

প্লেয়ার অফ দ্য ফাইনাল : ক্রিস গেইল
টুর্নামেন্ট সেরা : ক্রিস গেইল
সর্বোচ্চ রান : ক্রিস গেইল ৪৮৫।
সর্বোচ্চ উইকেট : সাকিব আল হাসান ২২টি।

▪️২০১৯ : ৬ষ্ঠ আসর

প্রতিযোগী দল : ৭টি। মোট ম্যাচ : ৪৬টি।
ফাইনাল : কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম ঢাকা ডায়নামাই
চ্যাম্পিয়ন : কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

প্লেয়ার অফ দ্য ফাইনাল : তামিম ইকবাল
টুর্নামেন্ট সেরা : সাকিব আল হাসান
সর্বোচ্চ রান : রাইলি রুশো ৫৫৮

▪️২০১৯/২০ : ৭ম আসর

প্রতিযোগী দল : ৭টি। মোট ম্যাচ : ৪৬টি।
ফাইনাল : রাজশাহী রয়্যালস বনাম খুলনা টাইটানস
চ্যাম্পিয়ন : রাজশাহী রয়্যালস।

প্লেয়ার অফ দ্য ফাইনাল : আন্দ্রে রাসেল
টুর্নামেন্ট সেরা : আন্দ্রে রাসেল
সর্বোচ্চ রান : ডেভিড ম্যালান ৩৩৭
সর্বোচ্চ উইকেট : মোস্তাফিজুর রহমান।


আরো সংবাদ



premium cement