২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলে মোস্তাফিজ

মোস্তাফিজুর রহমান - ফাইল ছবি

গেল বছরটা বল হাতে বেশ ভালোই গেছে তার। বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে। তার স্বীকৃতি পেলেন মোস্তাফিজুর রহমান। জায়গা করে নিয়েছেন আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলে। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে বেস্ট ইলেভেনে জায়গা করে নিয়েছেন মোস্তাফিজ।

বুধবার (১৯ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বর্ষসেরা একাদশ প্রকাশ করেছে আইসিসি। একাদশে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা থেকে সর্বোচ্চ তিনজন করে ক্রিকেটারের জায়গা হয়েছে। ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের কোনো ক্রিকেটারকে রাখা হয়নি।

আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশ
জস বাটলার (ইংল্যান্ড), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক, পাকিস্তান), বাবর আজম (অধিনায়ক, পাকিস্তান), এইডেন মার্করাম (দক্ষিণ আফ্রিকা), মিচেল মার্শ (অস্ট্রেলিয়া), ডেভিড মিলার (দক্ষিণ আফ্রিকা), তাবরাইজ শামসি (দক্ষিণ আফ্রিকা), জস হ্যাজলউড (অস্ট্রেলিয়া), ভানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ) ও শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান)।


আরো সংবাদ



premium cement

সকল