২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

কুমিল্লার হয়ে বিপিএল খেলতে মুখিয়ে আছেন ডু প্লেসিস

ফাফ ডু প্লেসিস - ছবি - সংগৃহীত

প্রথমবারের মতো আসন্ন বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে খেলবেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিস। এবারের আসরে ডু প্লেসিসকে দলে অন্তর্ভুক্ত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

কুমিল্লার হয়ে আসন্ন বিপিএলে খেলতে মুখিয়ে আছেন হার্ড হিটার ওপেনার ডু প্লেসিস। শুক্রবার রাতে দেয়া এক ভিডিও বার্তায় ডু প্লেসিস বলেন, ‘আমি ফাফ ডু প্লেসিস অনেক আনন্দের সাথে জানাচ্ছি যে, আমি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বিপিএলে খেলতে আসছি। এবারই আমি প্রথম এ টুর্নামেন্টে অংশ নিচ্ছি। কুমিল্লার সাথে যুক্ত হতে মুখিয়ে আছি আমি। আশা করছি এবারের আসরে আমরা একসাথে সাফল্য অর্জন করতে সক্ষম হবো। দেখা হবে।’

২০২১ সালের ফেব্রুয়ারিতে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন ডু প্লেসিস। ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে বেশি মনোযোগ দিতেই এমন সিদ্ধান্ত নেন তিনি। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ হয়নি তার।

তবে বিশ্বকাপের আগে হওয়া আইপিএলে ব্যাট হাতে দারুণ পারফর্ম করেন ডু প্লেসিস। ১৬ ম্যাচে আসরের সর্বোচ্চ ৬৩৩ রান করেছেন তিনি।

ক্যারিয়ারে এ পর্যন্ত ২৬৬টি টি-টোয়েন্টি ক্রিকেটে ২টি সেঞ্চুরি ও ৪৪টি হাফ-সেঞ্চুরিতে ৬৮৪৫ রান করেন দক্ষিণ আফ্রিকান এ ক্রিকেটার।

আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হবে বঙ্গবন্ধু বিপিএলের অষ্টম আসর। ২২ জানুয়ারি সিলেট সানরাইজার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএল মিশন শুরু করবে কুমিল্লা।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement