২৮ নভেম্বর ২০২৩, ১৩ অগ্রহায়ন ১৪৩০, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

কোহলির শাস্তি চান ভন

বিরাট কোহলি ও মাইকেল ভন - ছবি : সংগৃহীত

শুক্রবার শেষ হওয়া কেপটাউন টেস্টে ডিসিশন রিভিউ সিস্টেমে (ডিআরএস) দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগারের লেগ বিফোর আউট না হওয়ায় অসন্তোষ প্রকাশ করে ‘স্টাম্পের মাইকে’ নিজেদের ক্ষোভ প্রকাশ করেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি-লোকেশ রাহুল ও রবীচন্দ্রন অশ্বিন।

স্টাম্পের মাইকে ক্ষোভ প্রকাশের ধরনটা মোটেও ভালো লাগেনি ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনের। তাই কোহলির শাস্তি চান তিনি।

হোবার্টে চলছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের অ্যাশেজ সিরিজের পঞ্চম টেস্ট। সেখানে ধারাভাষ্যকার হিসেবে ব্যস্ত সময় পার করছেন ভন। তার মাঝেই কেপটাউনে কোহলিদের এমন কাণ্ড চোখে পড়েছে তার। এ বিষয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে কোহলির শাস্তি চান ভন।

অস্ট্রেলিয়ার ফক্স স্পোর্টসকে ভন বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি ভারতীয়দের কাছ থেকে এই আচরণ অপ্রত্যাশিত। কোনো সিদ্ধান্ত কখনো পক্ষে যাবে, কখনো বিপক্ষে যাবে। তাদের মনে হয়েছে এটা তাদের পক্ষে যাওয়া উচিত ছিল। বিরাট কোহলি ক্রিকেটের কিংবদন্তি। কিন্তু তার এমন আরচরণ গ্রহণযোগ্য নয়। টেস্ট ক্রিকেটে এমন আচরণ ঠিক নয়।’

তিনি আরো বলেন, ‘আইসিসিকে এই ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। স্টাম্প মাইক্রোফোনে অশ্বিন ও ভারতীয় অধিনায়ক যা করেছে, সেটা কোনোভাবেই মেনে নেয়া যায় না।’

কোহলির শাস্তির বিষয়ে ভন বলেন, ‘একজন অধিনায়ক হিসেবে তার এমন আচরণ মেনে নেয়া যায় না। তার জরিমানা হওয়া উচিত, সম্ভব হলে নিষেধাজ্ঞা দেয়া উচিত। একজন অধিনায়ক হিসেবে একটা আন্তর্জাতিক ম্যাচে আপনি এমন আচরণ করতে পারেন না।’

কেপটাউনে দক্ষিণ আফ্রিকাকে ২১২ রানের টার্গেট দেয় ভারত। তৃতীয় দিন সেই টার্গেটে ব্যাট হাতে নেমে ২১তম ওভারে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগারের বিপক্ষে লেগ বিফোর আউটের আবেদন করেন ভারতের স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। সেই আবেদনে সাড়া দিয়ে আউট দেন দক্ষিণ আফ্রিকার অন-ফিল্ড আম্পায়ার মারাইস এরাসমাস।

এতে রিভিউ নেন এলগার। রিভিউতে দেখা যায়, বল উইকেটের উপর দিয়ে চলে যাচ্ছে। অথচ বল নিচের দিকেই ছিল। কিন্তু টিভির সেই রিপ্লে দেখে এবং থার্ড আম্পায়ার আউট বাতিল করলে ক্ষোভে ফুঁসে উঠেন কোহলির দল।

স্টাম্প মাইকের কাছে গিয়ে ঝুঁকে ভারত অধিনায়ক কোহলি বলেন, ‘দারুণ ডিআরএস, খুব ভালো খেললে। শুধু বিপক্ষ নয়, নিজের দলের দিকেও দেখো, সবসময় লোককে ধরতে চাইছে।’

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
গাজায় বন্দীদের সাথে দেখা করেছিলেন হামাসের সামরিক প্রধান সিনওয়ারের ভাই বিএনপি নির্বাচনে এলে তফসিল পুনর্বিবেচনার সুযোগ রয়েছে : ইসি গাজার শরণার্থী আশ্রয়কেন্দ্রগুলোতে ছড়িয়ে পড়ছে রোগব্যাধি সাংবাদিক দেলোয়ার হোসাইন গুরুতর অসুস্থ, সাহায্যের আবেদন দ. আফ্রিকায় প্লাটিনাম খনিতে দুর্ঘটনায় নিহত ১১ জলবায়ু পরিবর্তনে বিশ্বের জিডিপি হ্রাস পেয়েছে : রিপোর্ট জনগণকে রাজপথে নামার আহ্বান সেলিমা’র ইসরাইল ও হামাসের মধ্যে কাতার কিভাবে মধ্যস্থতাকারী হয়ে উঠল পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত : কঠোর ভ্রমণ বিধিনিষেধে স্থবির স্থানীয় অর্থনীতি প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি দিতে পুলিশের বাধা জোড়া উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ

সকল