২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় নিয়ে যা বললেন মাশরাফি

নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় নিয়ে যা বললেন মাশরাফি - ছবি : সংগৃহীত

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক জয়ের পর চলছে ক্রিকেটারদের নিয়ে প্রশংসা বৃষ্টি। সেই যাত্রায় শামিল হলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও।

বৃহস্পতিবার মিরপুরে বল হাতে কিছুক্ষণ ঘাম ঝড়ানোর পর মিডিয়ার সামনে কথা বলেন নড়াইল এক্সপ্রেস। জানান, নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই জয় টেস্টে বাংলাদেশের সেরা সাফল্য।

তিনি বলেন, ‘এ জয় দারুণ। বাংলাদেশের অন্যতম সেরা জয় না বলে বলা উচিত এটাই সর্বোচ্চ জয় (সাফল্য)।’ কেন এমন মনে হচ্ছে তার। এটার ব্যাখ্যাও দিলেন, ‘বিশেষ করে টেস্ট ক্রিকেটের কথা চিন্তা করলে তো অবশ্যই। তাও নিউজিল্যান্ডের মাটিতে, যখন কি না নিউজিল্যান্ড টেস্ট চ্যাম্পিয়ন। এটা তো দারুণ ব্যাপার। অনেক খেলোয়াড় নেই। এখান থেকে ভাবলে শূন্য থেকে এত বড় জয় দারুণ ব্যাপার।’

অধিনায়ক মুমিনুলের সাথে কথা বলা প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘মুমিনুল কল দিয়েছিল, কিন্তু দুই দেশের সময়ে ফারাক থাকায় কথা হয়নি। আজ চেষ্টা বলব কথা বলার দুই-একজনের সাথে। কথা বলা জরুরি না। জরুরি হলো ওরা খেলা উপভোগ করছে। এত বড় জয় এসেছে। এটা বাংলাদেশের সবার জন্য বিরাট মুহূর্ত।’

ম্যাশ বলেন, ‘শুরুর দিনে তারা দল হিসেবে ভালো খেলেছে। এটা সোজাসাপ্টা বলতে পারি। আর ব্যাটিং বোলিং খুব ভালো করেছে। ক্যাচিং যদি দেখেন, দারুণ কিছু ক্যাচ নিয়েছে। ম্যাচ জিততে গেলে এগুলোই তো আসল।’

‘দল নিয়ে সমালোচনা-আলোচনা হচ্ছিল। সেই জায়গা থেকে ঘুরে দাঁড়ানো... মুমিনুল আছে, সুজন ভাই গেছে ওখানে। যারা আছে তারা হয়ত দলকে প্রেরণা যুগিয়েছে যে হারানোর কিছু নেই। নিজেদের ওপর দারুণ এক বার্তা তৈরি করতে পেরেছে। কে আছে কে নেই এটা গুরুত্বপূর্ণ নয়, নিজেদের আত্মবিশ্বাস থাকলে যেকোনো জায়গায় যেকোনো কন্ডিশনে ম্যাচ জেতা সম্ভব। এটা দারুণ এক বার্তা নিজেদের জন্য।’


আরো সংবাদ



premium cement
জামালপুরে সড়কে দাপিয়ে বেড়াচ্ছে হাজার হাজার অবৈধ গাড়ি কালীগঞ্জে আওয়ামী লীগে বিভেদ শরীয়তপুরে বৃদ্ধি পাচ্ছে ভুট্টার আবাদ মিরসরাইয়ে ৩ দিনের ব্যবধানে কেজিপ্রতি আলুতে দাম বেড়েছে ১০ টাকা ফরিদপুরের পদ্মাপাড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ২৩ এস্কেভেটর ও ৮ ট্রাক ফেলে পালালো বালুদস্যুরা বরগুনায় দুই সাংবাদিকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা গলাচিপায় নির্বাচনী মাঠে সম্ভাব্য প্রার্থীরা নাটোরে চেয়ারম্যান প্রার্থী লুৎফুল হাবীবকে শোকজ হোসেনপুরে গ্রামের গ্রাহকরা দিনে এক ঘণ্টাও বিদ্যুৎ পাচ্ছেন না ঈদগাঁওতে আচরণবিধি লঙ্ঘন করায় ৭ প্রার্থীকে জরিমানা গাজীপুরে স্মার্ট প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম উদ্বোধন

সকল