১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

পাকিস্তানের অধিনায়ক হিসেবে গর্বিত বাবর আজম

পাকিস্তানের অধিনায়ক বাবর আজম - নয়া দিগন্ত

নাটকীয়ভাবে মিরপুর টেস্ট জিতেছে পাকিস্তান। শেষ ব্যাটসম্যান তাইজুলকে আউট করার পর পাকিস্তানী খেলোয়াড়রা ছিলেন উল্লাসরত। ফলাফল, দু’ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে ট্রফিতে চুমু একেছে তারা।

টি টোয়েন্টির পর টেস্টেও দাপট দেখালো পাকিস্তান। পাকিস্তানের অধিনায়ক হিসেবে বাবর আজম এখন গর্বিত। ম্যাচ শেষে পাকিস্তান অধিনায়ক বলেন, ‘সবাইকে তাদের দায়িত্বটা পরিষ্কার করে বুঝিয়ে দেয়া হয়। আত্মবিশ্বাস দেয়া হয়। সবাই যেন চেষ্টা করে তার জন্য উদ্বুদ্ধ করা হয়। অধিনায়ক হিসেবে আমি গর্বিত যে আমার কাছে এত ভালো একটা দল আছে।’

তিনি আরো বলেন, ‘আমরা দু’সিরিজই জিতেছি। আজ যেভাবে টেস্ট জিতেছি ওটা দারুণ ছিল। আমার মনে হয়েছে, ম্যাচ ঘুরিয়ে দেয়ার মুহূর্ত ছিল সাজিদের ওই স্পেলটি। এরপর আজ সকালে এসে ফাস্ট বোলাররা যেভাবে উইকেট নিয়েছে তার প্রশংসা যতই করি কম হবে। যখন আপনি জয়ের পেছনে ছুটবেন তখন ফল আপনার হাতে এসে ধরা দেবে। আমি সবাইকে এ বার্তাই দিয়েছি নিজের মতো করে খেলতে। কিন্তু, ইতিবাচক মানসিকতা নিয়ে খেলতে হবে।’

আন্তর্জাতিক ক্রিকেটে আজ প্রথমবারের মতো বোলিং করেছেন বাবর আজম। আবার উইকেটও পেয়েছেন। দু’ওভারে একটি মেডেন, রান দিয়েছেন এক। এ প্রসঙ্গে বাবর বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে এবারই প্রথম বোলিং করলাম। কিন্তু প্রথম শ্রেণীর ক্রিকেট, অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে নিয়মিত বোলিং করি। নেটেও আমাদের ব্যাটসম্যানদের নিয়মিত বোলিং করি। এখানে মনে হয়েছে বোলিং করা দরকার তাই করেছি। যে উইকেট পেয়েছি তাও গুরুত্বপূর্ণ ছিল। আর ব্যাটিংয়ে যে সুযোগটা পেয়েছি তা কাজে লাগিয়েছি। বৃষ্টির পর আমি আর আজহার ভাই ভালো জুটি গড়েছি। চেষ্টা করেছি যতক্ষণ সম্ভব ব্যাটিং করে যাওয়ার।’

বাংলাদেশের দর্শক প্রসঙ্গে বাবর বলেন, ‘দর্শক আমাদের টি-টোয়েন্টিতে ও টেস্ট ম্যাচে যেভাবে সমর্থন করেছে, তা খুবই উপভোগ্য ছিল। এখানে আগেও ক্রিকেট খেলেছি। এখানকার লোকজন আমাদের খুবই ভালোবাসে, সমর্থন করে। এ কারণে সবাইকে ধন্যবাদ।’


আরো সংবাদ



premium cement
রাঙ্গামাটিতে বজ্রপাতে কিশোরীর মৃত্যু জামালপুরে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে অটোরিকশা চুরির মামলা কেএনএফ সদস্যদের আদালতে উপস্থাপন, ৫২ জনের রিমান্ড মঞ্জুর ৬ জেলায় বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ রাখাইনে তুমুল যুদ্ধ, মর্টার শেলের শব্দে প্রকম্পিত সীমান্ত এলাকা হামলার ব্যাপারে ইসরাইল নিজেই সিদ্ধান্ত নেবে : নেতানিয়াহু ইরানের ওপর চাপ বাড়াচ্ছে পাশ্চাত্যের দেশগুলো সিদ্ধিরগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকাসহ ৮০ লাখ টাকার মালামাল লুট প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরীমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন স্থায়ী যুদ্ধবিরতি না হওয়ায় গাজায় মানবিক প্রচেষ্টা সম্পূর্ণ ব্যর্থ : রাশিয়া

সকল