২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

অধিনায়ক হিসেবে অভিষেকেই কামিন্সের ৫ রেকর্ড

প্রথম ইনিংসেই পাঁচ উইকেট নিয়েছেন প্যাট কামিন্স - ছবি : এএফপি

অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে অভিষেক টেস্টের প্রথম ইনিংসেই পাঁচ উইকেট নিয়েছেন প্যাট কামিন্স। অ্যাসেজ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে তার দাপটে ভেঙে পড়েছে ইংল্যান্ডের ব্যাটিং। পাঁচ উইকেট নেয়ার সাথে সাথে বেশ কয়েকটি রেকর্ড করেছেন কামিন্স।

- অস্ট্রেলিয়ার দ্বিতীয় অধিনায়ক হিসেবে অভিষেক টেস্টে পাঁচ উইকেট নিলেন তিনি। এর আগে ১৮৯৪ সালে অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে অভিষেকে পাঁচ উইকেট নিয়েছিলেন জর্জ গ্রিফিন। মেলবোর্নে ১৫৫ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি। ১২৭ বছর পরে সেই রেকর্ড স্পর্শ করলেন কামিন্স।

- অস্ট্রেলিয়ার চতুর্থ অধিনায়ক হিসেবে অ্যাশেজে পাঁচ উইকেট নিলেন কামিন্স। গ্রিফিনের পরে ১৯৬২ সালে রিচি বেনো টেস্টে পাঁচ উইকেট নিয়েছিলেন। ২০১২ সালে অ্যাশেজে এক ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক।

- অ্যাশেজে এক টেস্টে পাঁচ উইকেট নেয়া ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার অধিনায়কদের তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন কামিন্স। তালিকায় রয়েছেন অস্ট্রেলিয়ার জর্জ গ্রিফিন, রিচি বেনো, মাইকেল ক্লার্ক ও প্যাট কামিন্স। তালিকায় এক মাত্র ইংরেজ অধিনায়ক হলেন বব উইলিস। ১৯৮২ সালে ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে অ্যাশেজে পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি।

- অধিনায়ক হিসেবে টেস্টের প্রথম দিনে পাঁচ উইকেট নেয়া ক্রিকেটারদের তালিকায় চার নম্বরে রয়েছেন কামিন্স। ১৮৮৯ সালে ইংল্যান্ডের অধিনায়ক চার্লস স্মিথ ১৯ রান দিয়ে পাঁচ উইকেট, ১৯৩৬ সালে ইংল্যান্ডের অধিনায়ক জর্জ অ্যালেন ৩৫ রান দিয়ে পাঁচ উইকেট ও ১৯৮২ সালে পাকিস্তানের অধিনায়ক ইমরান খান ৫২ রান দিয়ে সাত উইকেট নেন। ৩৮ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছেন কামিন্স।

- অধিনায়ক হিসেবে পাঁচ উইকেট নেয়া বোলারদের তালিকায় ভারতের অনিল কুম্বলে, ওয়েস্ট ইন্ডিজের কোর্টনি ওয়ালশ, নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরি, আফগানিস্তানের রশিদ খানদের ছুঁলেন কামিন্স।

ব্রিজবেনে অনুষ্ঠিত এ ম্যাচে ইংল্যান্ডের প্রথম দিন শেষ হয়েছে ১৪৭ রানে। খেলা হয়েছে ৫০.১ ওভার।


আরো সংবাদ



premium cement