১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫
`

শৈশবে ফিরে গেলেন সাকিব!

শৈশবে ফিরে গেলেন সাকিব! - ছবি : সংগৃহীত

বৃষ্টির মধ্যে ঝাপাঝাপি, দৌড় ও স্লাইডিং। শৈশবে এমনটি সবাই করেছেন। দেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানও করলেন। যদিও সেটি পরিণত বয়সে।

রোববার মিরপুর টেস্ট হয়েছে মাত্র কয়েক ওভার। সারাদিনই ছিল বৃষ্টি। মাঠ প্রস্তুত করতে করতে আবারো ফিরে আসে বৃষ্টির দাপট। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ড্রেসিং রুম, মাঠের কোনো পাশে দাঁড়িয়ে গল্পে, আড্ডায় সময় কাটছিল ক্রিকেটারদের। কিন্তু ব্যতিক্রম ছিলেন সাকিব আল হাসান।

মিরপুর টেস্টের বৃষ্টিস্নাত দ্বিতীয় দিনে সাকিব ফিরে গেলেন যেন শৈশবে। হয়ে উঠলেন দুরন্ত কিশোর! মাঠ পাড়ি দেয়ার সময় উইকেট ঢেকে রাখা কভারে জমে থাকা পানি দেখতেই সেখানে গড়িয়ে পড়লেন তার এই অলরাউন্ডার। তার লম্বা স্লাইডের দৃশ্য ধরা পড়ল আলোকচিত্রীদের ক্যামেরায়।

উইকেটের কাছে যেতেই ভোঁ দৌড় সাকিবে। দৌড়ে গিয়ে উইকেট ঢেকে রাখা কভারের উপর ফেলে দিলেন শরীর। লম্বা স্লাইডে অন্তত ১৫ থেকে ২০ গজ পিছলে এগিয়ে যান সাকিব। গ্যালারিতে তখনো অপেক্ষায় থাকা কয়েকজন দর্শক সাকিবের এমন স্লাইডে চিৎকার করে ওঠেন। যেন দিনের সেরা বিনোদনটা সাকিবের স্লাইড থেকেই পেলেন তারা!


আরো সংবাদ



premium cement

সকল