২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

রাহানের ভাগ্যে ব্যাপক দুর্যোগ!

আজিঙ্কা রাহানে - ছবি : সংগৃহীত

গত মাসেই সরকারিভাবে ভারতীয় টি-টোয়েন্টি দলের নেতার দায়িত্ব পেয়েছেন রোহিত শর্মা। এবার টেস্ট দলের সহ-অধিনায়ক হতে চলেছেন হিটম্যান। আজিঙ্কা রাহানেকে সরিয়ে। এমনটাই খবর টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে। দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণার সাথেই রোহিতকে নতুন দায়িত্বে আনা হবে। এমনটাই বলা হয়েছে।

বেশ কিছুদিন ধরেই রোহিতের মতামত স্কোয়াড নির্বাচনের ক্ষেত্রে প্রাধান্য দেয়া হচ্ছিল। জানা গেছে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে বিশ্রামে থাকলেও রোহিতের মতামত নেয়া হয়েছে দল গঠনের ক্ষেত্রে। দক্ষিণ আফ্রিকায় প্রাণঘাতী ওমিক্রন ভ্যারিয়েন্টের সন্ধান পাওয়া যাওয়ার পরে ভারতের সফর নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে বোর্ড ইতিমধ্যেই জানিয়েছে, সফর নির্দিষ্ট সূচি মেনেই হবে।

বোর্ডের এক কর্মকর্তা টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছেন, ‘আগামী কয়েকদিনের মধ্যেই দক্ষিণ আফ্রিকা সফরের দল নির্বাচন হয়ে যাবে। রোহিতকে সম্ভবত দলের সহ-অধিনায়ক করা হতে পারে। দক্ষিণ আফ্রিকা সফর হচ্ছেই। তবে সূচি হয়তো অদল বদল ঘটবে। বোর্ডের পক্ষ থেকে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের সাথে যোগাযোগ করে জানানো হয়েছে, বক্সিং ডে টেস্ট থেকে সফর শুরু হোক।’

ধারাবাহিক ব্যাটিং ব্যর্থতায় আজিঙ্কা রাহানের দলে জায়গা নিয়ে বহুদিন ধরেই আলোচনা চলছে। গত পাঁচ বছরে রাহানের টেস্টে ব্যাটিং গড় মাত্র ৩৬। ইংল্যান্ড সফরে ৭ ইনিংসে ব্যাট হাতে রাহানে করেছিলেন মাত্র ১০৯ রান।

এর আগে কোহলির অনুপস্থিতিতে রাহানে একাধিকবার জাতীয় দলের নেতৃত্ব দিয়েছেন। কানপুরেও রাহানে অধিনায়ক হয়েছিলেন। চলতি বছরের শুরুতে ঐতিহাসিক অস্ট্রেলিয়া সফরে তিন টেস্টে রাহানের অধিনায়কত্বে ভারত দুরন্ত ক্রিকেট উপহার দিয়েছিল।

কানপুরে দুই ইনিংসে ব্যর্থতার পরে রাহানের জায়গা নিয়ে নতুন করে প্রশ্ন উঠে গেছে। শ্রেয়স আইয়ার দুরন্ত অভিষেক ঘটিয়ে আরো চাপ বাড়িয়ে দিয়েছেন। বিরাট কোহলি ফিরে আসার পরে রাহানে দ্বিতীয় টেস্টে খেলছেন না ‘চোটের’ কারণে।

এদিকে জানা যাচ্ছে, ভারতের দক্ষিণ আফ্রিকা সফর এক সপ্তাহ পিছিয়ে যেতে পারে। আগের সূচি অনুযায়ী, ৮ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকা রওয়ানা দেয়ার কথা ছিল ভারতের। তবে সেই সূচি পিছানো হচ্ছে।

গোটা সফরে ম্যাচের সংখ্যাতেও কাটছাঁট করা হচ্ছে। তিন ম্যাচ থেকে সম্ভবত দু টেস্টের সিরিজ হতে চলেছে। টি-টোয়েন্টি সিরিজও বাতিল করে দেয়া হতে পারে।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস


আরো সংবাদ



premium cement