২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ক্যারিবিয়ান সিরিজেও পাকিস্তান দলের হেড কোচ সাকলাইন মুশতাক

সাকলাইন মুশতাক - ছবি : সংগৃহীত

সদ্য শেষ হওয়া টি-২০ বিশ্বকাপের আগেই পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব তুলে দেয়া হয়েছিল সাবেক কিংবদন্তি পাকিস্তান স্পিনার সাকলাইন মুশতাকের হাতে। বাংলাদেশ সফরেও সেই দায়িত্ব পালন করছেন তিনি। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এর তরফে জানিয়ে দেয়া হলো আসন্ন ক্যারিবিয়ান সিরিজেও পাকিস্তান দলের হেড কোচের দায়িত্ব সামলাবেন সাকলাইন মুশতাক।

প্রসঙ্গত পাকিস্তানের ক্যারিবিয়ান সিরিজ শুরু হবে ডিসেম্বর মাসের ১৩ তারিখ থেকে। ক্যারিবিয়ান বাহিনী ১৫ দিনের সফরে পাকিস্তানে শিগগিরই পা রাখতে চলেছে। টি-২০ এবং ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দুই দেশ। পিসিবির তরফে সিরিজ শুরু হওয়ার আগেই বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য টি-২০ বিশ্বকাপ শুরুর আগে পাকিস্তানের জাতীয় হাইপারফরম্যান্স সেন্টারের আন্তর্জাতিক খেলোয়াড় উন্নয়নের দায়িত্বভার সামলাচ্ছিলেন সাকলাইন মুশতাক। পাকিস্তানের হয়ে এই কিংবদন্তি স্পিনার ২০৮টি টেস্ট উইকেট এবং ২৮৮টি ওয়ানডে উইকেট নিয়েছেন। অবসর গ্রহণের পরে সাকলাইন ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের মতন দলের হয়ে স্পিন পরামর্শদাতা হিসেবে কাজ করেছেন। তার অভিজ্ঞতার কথা মাথায় রেখেই তাকে টি-২০ বিশ্বকাপের আগে পাকিস্তানের অন্তর্বতীকালীন কোচের দায়িত্ব দেয়া হয়েছিল।
সূত্র : হিন্দুস্তান টাইমস

 


আরো সংবাদ



premium cement