১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

ভারতে বাংলাদেশের যুবাদের দারুণ জয়

ভারতে দারুণ জয় পেয়েছে বাংলাদেশের যুবারা - ছবি : সংগৃহীত

তিন দলের সিরিজে ভারতে দারুণ জয় পেয়েছে বাংলাদেশের যুবারা। বুধবার ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দলকে ১১৩ রানে হারিয়েছে নাবিলরা। ব্যাট হাতে বাংলাদেশের হয়ে দুর্দান্ত সেঞ্চুরি করেন প্রান্তিক নওরোজ নাবিল। মাঝে ব্যাট হাতে ঝড় তোলেন মেহরব হোসেন। পরে বোলারদের নৈপুণ্যে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

কলকাতার ইডেন গার্ডেন্সে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ করে ৬ উইকেটে ৩০৫ রান। জবাবে ব্যাট করতে নেমে ৪৫.৩ ওভারে ১৯২ রানে গুটিয়ে যায় ভারতের যুবারা। সিরিজে নিজেদের প্রথম ম্যাচে ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’ দলকে ২ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। টানা দুই জয়ে তারা এখন সবার শীর্ষে।

বাংলাদেশের হয়ে ব্যাট হাতে নাবিল খেলেন ১০১ রানের ইনিংস। পরে ৪৮ বলে ৭০ রানের বিস্ফোরক ইনিংস খেলেন মেহরব। ১৪ চারে ১০১ রান করা নাবিলকে ফেরান কুশাল তাম্বে। বাংলাদেশের যুব বিশ্বকাপজয়ী দলের এই সদস্যই জেতেন ম্যাচ সেরার পুরস্কার। এরপর মেহরব তোলেন ঝড়। ৬ চার ও ২ ছক্কায় তিনি অপরাজিত থাকেন ৭০ রান করে।

বিশাল রান তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভারত। ৯১ রানে ৪ উইকেট হারানো দলটি আর পরে ঘুরে দাঁড়াতে পারেনি। অল আউট হয় ১৯২ রানে।

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ৫০ ওভারে ৩০৫/৬ (মাহফিজুল ১৫, ইফতেখার ৫৭, নাবিল ১০১, আইচ ২৯, ফাহিম ৫, মেহরব ৭০*, আরিফুল ০, আশিকুর ১৬*; আইয়ুশ ৯-১-৫৮-১, পিএম সিং ৯-০-৭০-১, কুশাল ১০-০-৪৩-২, ভিকি ৯-০-৬৪-০, আনিশ্বর ৩-০-১৯-১, শশাঙ্ক ১০-০-৫০-০)।


আরো সংবাদ



premium cement