২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

দেশে ফিরেই কোয়ারেন্টিনে রুমানারা

দেশে ফিরেই কোয়ারেন্টিনে রুমানারা - ছবি : সংগৃহীত

অনেক ফ্লাইট জটিলতা কাটিয়ে অবশেষে বুধবার দেশে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এসেই কোয়ারেন্টিনে ঢুকে পড়েছে রুমানা-সালমারা।

২০২২ ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে জিম্বাবুয়ে গিয়েছিল নারী ক্রিকেট দল। শুরুটা দারুণ পাকিস্তানকে হারিয়ে। দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রকে এক প্রকার উড়িয়ে দেয়। তৃতীয় ম্যাচে অবশ্য থাইল্যান্ডের কাছে হার।

এরই মাঝে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের প্রভাবে বাতিল হয়ে যায় বাছাই পর্বের সব খেলা। পয়েন্ট তালিকায় সেরা দুইয়ে থাকায় প্রথমবারের মতো ওযানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশের মেয়েরা। দেশে ফিরেই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে যেতে হয়েছে গোটা দলকে।

বিমানবন্দরে তাই আনুষ্ঠানিকতা ছিল না তেমন কোনো। স্রেফ ফুল দিয়ে বরণ করে নেয়া হয় তাদের।

বাছাই পর্বের খেলা বাতিল হওয়ার পরদিনই দেশের উদ্দেশে রওনা দেয় মেয়েরা। ফ্লাইট জটিলতায় শুরুতে নামিবিয়া হয়ে তারা পৌঁছায় ওমানে। দফায় দফায় বাতিল হতে থাকে ফ্লাইট। মূলত আফ্রিকা দক্ষিণাঞ্চল থেকে তারা ফিরছিলেন বলেই সমস্যা হচ্ছিল ফ্লাইট পেতে। অবশেষে আইসিসি মাস্কাট থেকে ঢাকার একটি ফ্লাইট চূড়ান্ত করতে পারে।


আরো সংবাদ



premium cement