২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

এক লাফে ২৪ ধাপ এগোলেন লিটন

এক লাফে ২৪ ধাপ এগোলেন লিটন - ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টির হতাশার চিত্র কাটিয়ে টেস্টে রঙ্গীন তিনি। মাঠে নেমেই পেয়েছেন আরাধ্যের সেঞ্চুরি। দ্বিতীয় ইনিংসে সবাই যেখানে পেছন পথে হাঁটছেন, সেখানেও ফিফটি করেছেন তিনি। চট্টগ্রাম টেস্টে দুই ইনিংসে ব্যাট হাতে দারুণ করায় টেস্টে ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে বড় ধরনের এক লাফই দিয়েছেন বাংলাদেশের লিটন দাস। এক লাফে এগিয়েছেন ২৪ ধাপ, অবস্থান ক্যারিয়ার সেরা ৩১তম। অন্য দিকে প্রথম ইনিংসে ফিফটির সুবাদে ৩ ধাপ এগিয়ে সেরা বিশে ঢুকেছেন মুশফিকুর রহিম।

বাংলাদেশ-পাকিস্তান, ভারত-নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের পারফরম্যান্স বিবেচনায় বুধবার র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি।

পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে লিটন খেলেন ১১৪ রানের দারুণ ইনিংস। মুশফিকের সাথে গড়েন ২০৬ রানের জুটি। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ অল আউট হয়েছিল ১৫৭ রানে। এখানেও লিটন ছিলেন সবার চেয়ে এগিয়ে। খেলেন ৫৯ রানের জ্বলজ্বলে ইনিংস।

টেস্ট বোলারদের র‌্যাংকিংয়ে বাংলাদেশের তাইজুল ইসলাম এগিয়েছেন তিন ধাপ। তিনি আছেন ২৩তম অবস্থানে। চট্টগ্রাম টেস্টে বল হাতে এক ইনিংসে নেন ৭ উইকেট। ১১৬ রান দিয়ে। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের হয়ে যা সেরা বোলিং। দ্বিতীয় ইনিংসে পাকিস্তান হারিয়েছিল দুটি উইকেট। এর একটি নিয়েছিলেন তাইজুল।

অন্য দিকে অধিনায়ক মমিনুল হক দুই ইনিংসে করেছিলেন ৬ ও ০। র‌্যাঙ্কিংয়ে ৫ ধাপ নিচে নেমে গেছেন তিনি। আছেন ৩৫তম স্থানে। এই টেস্টে না খেলা সাকিব আলি হাসান ও তামিম ইকবালের অবনতি হয়েছে ৩ ধাপ করে। অফ স্পিনার মিরাজ দুই ধাপ পিছিয়ে ২৬ নম্বরে। ৬ ধাপ নেমে আবু জায়েদের অবস্থান ৬৭তম।


আরো সংবাদ



premium cement
চুয়াডাঙ্গায় হিট‌স্ট্রো‌কে যুবকের মৃত্যুর ৭ ঘণ্টা পর নারীর মৃত্যু ঢাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়াল, যশোরে দেশের সর্বোচ্চ ৪২.৬ শ্যালকদের কোপে দুলাভাই খুন : গ্রেফতার ৩ তীব্র গরমে কী খাবেন আর কী খাবেন না এবার তালতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতির আপত্তিকর ভিডিও ভাইরাল বঙ্গবীর কাদের সিদ্দিকীকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে বললেন এমপি জয় পঞ্চপল্লীর ঘটনায় ন্যায়বিচারের স্বার্থে যা দরকার দ্রুততম সময়ের মধ্যে করার নির্দেশ সরকার ভিন্ন মত ও পথের মানুষদের ওপর নিষ্ঠুর দমন-পীড়ন চালাচ্ছে : মির্জা ফখরুল ধুনটে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু বাকৃবির এক্স রোটারেক্টরর্স ফোরামের বৃত্তি প্রদান অনুষ্ঠিত পাবনায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, হিট স্ট্রোকে মৃত্যু ১

সকল