২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

সেঞ্চুরি করেও আক্ষেপ লিটনের

সেঞ্চুরি করেও আক্ষেপ লিটনের - ফাইল ছবি

টেস্ট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি। খুশি অবশ্যই লিটন দাস। কিন্তু চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে তার আক্ষেপ রয়েছে। কারণ আগের দিন ১১৩ রানে অপরাজিত থেকেও ইনিংসটা আরো বড় করতে পারেননি। এদিন করেছেন মাত্র এক রান। অথচ আরো কিছু রান করতে পারলে দল উপকৃত হতো।

দিনের খেলা শেষে নিজের সেঞ্চুরি নিয়ে লিটন বলেন, ‘অনুভূতি তো সব সময় ভালো। কোনো ব্যাটসম্যান যদি সেঞ্চুরি করে তার থেকে বড় কিছু থাকে না পাওয়ার। গত দুই তিনটা খেলায় আমি কাছাকাছি গিয়েছিলাম, জিম্বাবুয়ের গেমটাতেও কাছাকাছি গিয়েছিলাম। কিন্তু হয়নি এটা ক্রিকেটের অংশ। এখন সেঞ্চুরি করেছি ভালো লাগছে। কিন্তু এটা যদি আরেকটু বড় করতে পারতাম তাহলে হয়ত দলের জন্য ভালো হতো।’

টি টোয়েন্টি দলে নেই। টেস্টে আছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘টি-টোয়েন্টিতে যে জন্য আমাকে ব্রেক দিয়েছিল হয়ত সেটাই হয়েছে মেইন রেজাল্ট। হয়ত তারা ভেবেছিল আমি টেস্ট ক্রিকেটে ভালো করি এজন্য টি-টোয়েন্টিতে ব্রেক দিয়েছিল।’

দারুণ সেঞ্চুরি করেছেন। তার জন্য বাংলাদেশও বড় স্কোরের ভিত পেয়েছে। ক্রিকেটারদের পারফরম্যান্সে ধারাবাহিকতাটা খুব জরুরি। টি টোয়েন্টিতে লিটন না পারলেও চলতি বছরে টেস্টে তার ব্যাট ভীষণ উজ্জ্বল।

ধারাবাহিকতা প্রসঙ্গে লিটন বলেন, ‘এটা কঠিন প্রশ্ন যে ধারাবাহিকতা। সবাই চেষ্টা করেছে ধারাবাহিক হওয়ার জন্য। আমি কতটুকু দিতে পারব, রেজাল্ট কতটুকু হবে জানি না। কিন্তু আমি প্রক্রিয়া অনুসরণ করব। গত ছয়-সাত টেস্ট ধরে করে আসছি। এক শ’ করেছি দেখে পরের দিন নামলে যে আবার এক শ’ হবে তেমনটা না। টেস্ট ক্রিকেট অনেক টাফ ক্রিকেট। শূন্য থেকে শুরু করতে হয়, সব সময়ই চ্যালেঞ্জ। তো কঠিন এটা। আমি চেষ্টা করব যেভাবে গত ছয়-সাত টেস্টে খেলেছি সেভাবে খেলার জন্য।’

দেখুন:

আরো সংবাদ



premium cement