১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

‘আমরা চেষ্টা করছি, কিন্তু আমাদের দ্বারা হচ্ছে না’

নাসুম আহমেদ - ফাইল ছবি

কয়েকদিন ধরে সংবাদ সম্মেলনে সাকিব, মুশফিক, রিয়াদদের ক্ষোভে ভরা মন্তব্য শোনা গেছে। মুশফিকের আয়নাতত্ত্ব তো বেশ আলোচনার খোরাক জুগিয়েছে। এমন যখন অবস্থা, তখন ইংল্যান্ডের বিরুদ্ধে হারের পর দলের রুগ্ন চেহারা প্রকাশ করার চেষ্টা করলেন নাসুম আহমেদ। পরাজয়ের পর দলের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে এসে তিনি বললেন, ‘আমাদের দ্বারা হচ্ছে না।’

নাসুমের জায়গা অন্য কেউ আসলে হয়তো কেউ এমন সরল স্বীকারোক্তি দিত না। তবে দলের এমন পরিস্থিতিতে নেতৃত্বস্থানীয় কোনো ক্রিকেটার আসতে চাননি। পাঠিয়েছেন নাসুমকে। যিনি রাখঢাক না রেখে মনের কথাগুলো বলে গেছেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই ধাপ মিলিয়ে পাঁচ ম্যাচ খেলে তিনটিতে হেরেছে বাংলাদেশ। জিতেছে কেবল ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে। প্রাথমিক পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে হারার পর সুপার টুয়েলভের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছে। ইংল্যান্ডের বিপক্ষে বুধবার পাত্তাই পায়নি মাহমুদউল্লাহর দল।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে নাসুম জানান, তারা চেষ্টার কমতি করছেন না। কিন্তু হচ্ছে না কিছু। তার ভাষায়, ‘এই উইকেট আসলে বাংলাদেশের মতো না। স্পিনাররা টার্ন পাইনি। আমরা চেষ্টা করেছিলাম, এই রানে যদি লড়াই করতে পারি। হয় নাই আমাদের দ্বারা। প্রত্যেক ম্যাচেই তো আমাদের চেষ্টা থাকে একটা ম্যাচ যাতে বের করতে পারি। অবশ্যই একজন ব্যাটসম্যান বা বোলার ভালো করলে জেতার একটা সম্ভাবনা থাকে। একটা কথা বারবার বলছি, আমরা চেষ্টা করছি, আমাদের দ্বারা হচ্ছে না।’

কোথায় ঘাটতি। কেন এমন হচ্ছে। তার ব্যাখ্যা দিতে পারেননি ৯ বলে দুটি ছক্কা ও এক চারে ১৯ রানে অপরাজিত থাকা নাসুম। তিনি বলেন, ‘পারছি না বলতে, সেটা না, আমাদের দ্বারা হচ্ছে না। আমরা চেষ্টা করে যাচ্ছি। ভালোভাবে বাস্তবায়ন করতে পারছি না। নামার আগে লক্ষ্য ছিল, এই রান নিয়ে যেন জিততে পারি। বাইরে থেকে অনেক কিছু মনে হয় কিন্তু ভেতরে অন্যরকম।’


আরো সংবাদ



premium cement
নেতানিয়াহুসহ ইসরাইলি মন্ত্রীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করবে আইসিসি! ঢাকায় কাতারের আমিরের নামে সড়ক ও পার্ক তেহরানের প্রধান বিমানবন্দরে পুনরায় ফ্লাইট চালু হামলায় কোনো ক্ষতি হয়নি : ইরানি কমান্ডার ইরানের পরমাণু কর্মসূচির ‘কেন্দ্র’ ইসফাহান : সাবেক মার্কিন কর্মকর্তা মিয়ানমারের বিজিপির আরো ১৩ সদস্য বাংলাদেশে রুমায় অপহৃত সোনালী ব্যাংকের সেই ম্যানেজারকে চট্টগ্রামে বদলি দুবাইয়ে বন্যা অব্য়াহত, বিমানবন্দর আংশিক খোলা ভারতে লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু শুক্রবার সকালে ঢাকার বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ শুক্রবার সকালে ঢাকার বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’

সকল