২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

সাইফউদ্দিনের বিশ্বকাপ শেষ, দলে ফিরলেন রুবেল

মোহাম্মদ সাইফউদ্দিন ও রুবেল হোসেন - ছবি : সংগৃহীত

শুরুটা এমনিতেই খারাপ। বাছাই পর্ব কোনোরকম উতরালেও শ্রীলঙ্কার কাছে হেরে বিশ্বকাপের সুপার টুয়েলভ মিশন শুরু হয়েছে বাংলাদেশের। আজ বুধবার এই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ শক্তিশালী ইংল্যান্ড।

গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশ দলের জন্য দুঃসংবাদ। পিঠের ইনজুরির কারণে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তার জায়গায় দলে এসেছেন স্ট্যান্ডবাই থাকা পেসার রুবেল হোসেন।

বিশ্বকাপে বদলি হিসেবে কাউকে মূল দলে যোগ করতে আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমতি লাগে। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রুবেলকে বদলি নেয়ার অনুমোদন দিয়েছে টেকনিক্যাল কমিটি।

সাইফউদ্দিনের পিঠের এই চোট বেশ পুরনো। ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপের আগে পড়েছিলেন ইনজুরিতে। সে সময়ে প্রিমিয়ার লিগের কয়েকটা ম্যাচ খেলেছিলেন ইনজেকশন নিয়ে। তবে বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে গিয়ে আবার ব্যথা বাড়ে তার।

এখন যা অবস্থা তাতে খেলা চালিয়ে যাওয়াটাই দুষ্কর ছিল। ফলে বিকল্প দেখা ছাড়া উপায় ছিল না টিম বাংলাদেশের। ভাগ্য খারাপ সাইফউদ্দিনের, বিশ্বকাপ মিশন শেষ হয়ে গেল তার।

অপরদিকে কপাল খুললো রুবেল হোসেনের। ১৫৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলা রুবেল টি-টোয়েন্টি খেলেছেন ২৮টি। উইকেট পেয়েছেন ২০টি।

গত রোববার শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে হেরে যাওয়া ম্যাচে তিন ওভার বল করে ৩৮ রান খরচায় এক উইকেট নিয়েছিলেন সাইফউদ্দিন।

বিশ্বকাপে বাংলাদেশ দল
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মোহাম্মদ মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ নাইম শেখ, কাজী নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারী, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ ও রুবেল হোসেন।


আরো সংবাদ



premium cement
আবারো চেন্নাইয়ের হার, ম্লান মোস্তাফিজ 'কেএনএফ' সন্ত্রাস : সার্বভৌম নিরাপত্তা সতর্কতা অর্থনীতিতে চুরি : ব্যাংকে ডাকাতি পাকিস্তানে আফগান তালেবান আলেম নিহত যুক্তরাষ্ট্রের সাহায্য না করলে এ বছরই রাশিয়ার কাছে হারতে পারে ইউক্রেন : সিআইএ প্রধান রাশিয়ার সামরিক শিল্পক্ষেত্রে প্রধান যোগানদার চীন : ব্লিংকন ইরাকে সামরিক ঘাঁটিতে 'বিকট বিস্ফোরণ' শেখ হাসিনা সব প্রতিবন্ধকতা উপড়ে ফেলে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন: পররাষ্ট্রমন্ত্রী গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধে বিশ্ববাসীকে সোচ্চার সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু নীলফামারীতে তিন হাজার ১৭০ চাষির মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

সকল