২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

বিধ্বস্ত স্কটল্যান্ডের মুখোমুখি হচ্ছে ইতিহাস সৃষ্টি করা নামিবিয়া

বিধ্বস্ত স্কটল্যান্ডের মুখোমুখি হচ্ছে ইতিহাস সৃষ্টি করা নামিবিয়া - ছবি : সংগৃহীত

প্রথমবারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নেমেই ইতিহাস গড়েছে নামিবিয়া। শক্তিশালী আয়ারল্যান্ডকে হারিয়ে দিয়েছে নতুন দলটি। সপ্তম আসরে বাছাই পর্ব পেরিয়ে সুপার টুয়েলভে খেলার যোগ্যতা অর্জন করে তারা। এবার সুপার টুয়েলভের লড়াইয়ে নামছে নামিবিয়া। যেখানে আগামীকাল নিজেদের প্রথম ম্যাচে বিধ্বস্ত স্কটল্যান্ডের মুখোমুখি হবে নামিবিয়া। সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে অসহায় আত্মসমর্পণ করেছে স্কটল্যান্ড। আফগানিস্তানের কাছে নিজেদের প্রথম ম্যাচে ১৩০ রানের বড় ব্যবধানে পরাজিত হয়েছে স্কটিশরা।

আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে স্কটল্যান্ড-নামিবিয়া ম্যাচটি।

২০০৩ সালে প্রথম ও শেষবার ওয়ানডে বিশ্বকাপ খেলে নামিবিয়া। আর এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সুযোগ পায় তারা। প্রথম আসরেই বাজিমাত করে নামিবিয়া। বাছাই পর্বে আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসের মত দলকে পেছনে ফেলে সুপার টুয়েলভের টিকিট পায় নামিবিয়া।

শ্রীলঙ্কার কাছে ৭ উইকেটে হার দিয়ে বিশ্বকাপ শুরু করে নামিবিয়া। এরপর নেদারল্যান্ডসের বিপক্ষে ৬ উইকেটে এবং আয়ারল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে ম্যাচ জিতে নামিবিয়া। ৩ খেলায় ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স-আপ হয় নামিবিয়া। একই গ্রুপ থেকে ৩ খেলায় ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ছিলো শ্রীলঙ্কা। আর আয়ারল্যান্ড ১ জয় পেলেও, জয়হীন বিশ্বকাপ শেষ করে নেদারল্যান্ডস।

বাছাই পর্বে নামিবিয়ার পক্ষে সর্বোচ্চ রান করেছেন অধিনায়ক জেরার্ড ইরাসমাস। ৩ ইনিংসে ১০৫ রান করেছেন তিনি। এরপর আছেন এক সময় দক্ষিণ আফ্রিকার হয়ে খেলা দক্ষিণ আফ্রিকার খেলোয়াড় ডেভিড ওয়াইস। ৩ ইনিংসে তার রান ১০০। নেদারল্যান্ডসের বিপক্ষে ৪০ বলে অপরাজিত ৬৬ রান দলকে একাই জেতান ওয়াইস। তবে বোলিং বিভাগে আরও উন্নতি প্রয়োজন রয়েছে নামিবিয়ার। ৩ ইনিংসে সর্বোচ্চ ৫ উইকেট শিকার করেছেন বাঁ-হাতি পেসার জন ফ্রাইলিঙ্ক।

বাছাই পর্বের মত সুপার টুয়েলভেও চমক দেখাতে চায় নামিবিয়া। দলের অধিনায়ক ইরাসমাস বলেন, ‘আমাদের লক্ষ্য সুপার টুয়েলভেও ভালো করা। বাছাই পর্বের চেয়ে আরও ভালো পারফরমেন্স করতে চাই।’
অন্যদিকে, বাংলাদেশকে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছিলো স্কটল্যান্ড। পরবর্তীতে গ্রুপ পর্বে সবগুলো ম্যাচ জিতে সেরা হয়ে সুপার টুয়েলভে উঠে তারা। কিন্তু সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে বড় ধরনের ধাক্কা খায় স্কটিশরা।

আফগানিস্তানের কাছে প্রথম ম্যাচেই ১৩০ রানের বড় ব্যবধানে হারে স্কটল্যান্ড। আফগানদের ১৯০ রানের জবাবে মাত্র ৬০ রানে অলআউট হয় স্কটিশরা। দলের এমন পারফরমেন্সে হতাশ হলেও, নামিবিয়ার বিপক্ষে জ্বলে উঠতে চায় স্কটল্যান্ড।

দলের অধিনায়ক কাইল কোয়েৎজার বলেন, ‘শুরুটা ভালো হয়নি আমাদের। ব্যাটাররা ভালো করতে পারেনি। তবে আশা করছি, পরের ম্যাচে সেরাটা দিতে পারবে ছেলেরা।’

টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত দু’বার মুখোমুখি হয়েছে স্কটল্যান্ড ও নামিবিয়া। দু’বারই জয় স্কটিশদের।

নামিবিয়া একাদশ : জেরার্ড ইরাসমাস (অধিনায়ক), স্টিফেন বার্ড, কার্ল বিরকেস্টোক, মিচাও ডু পেরেজ, জন ফ্রাইলিঙ্ক, জানে গ্রিন, নিকোল লফি এটন, বার্নার্ডো স্কল, বেন সিকাঙ্গো, জেজে স্মিথ, রুবেন ট্রাম পেলমান, মিচেল ভ্যান লিনগেন, ডেভিড ওয়াইস, ক্রেইগ উইলিয়ামস এবং পিক্কি ইয়া ফ্রান্স।

স্কটল্যান্ড একাদশ : কাইল কোয়েৎজার (অধিনায়ক), রিচার্ড বেরিংটন, ডিলান বুজ, ম্যাথিউ ক্রস, জস ডেভি, অ্যালি ইভান্স, ক্রিস গ্রীভস, মাইকেল লিস্ক, ক্যালাম ম্যাকলিওড, জর্জ মুন্সি, সাফিয়ান শরীফ, হামজা তাহির, ক্রেগ ওয়ালেস, মার্ক ওয়াট, ব্র্যাড হুইল।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement