২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

'পাকিস্তানের থেকে কত টাকা খেয়েছ?' হারের পর শামিকে চূড়ান্ত গালিগালাজ নেটদুনিয়ায়

মোহাম্মদ শামি - ছবি সংগৃহীত

টি-২০ বিশ্বকাপে রোববার পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বড়সড় হারের পর মোহাম্মদ শামিকে লক্ষ্য করে সোশ্যাল মিডিয়ায় এমনই সব আক্রমণ উড়ে এল। সেইসাথে গালিগালাজ তো ছিলই। যে শামি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে তেমন আহামরি পারফরম্যান্স করতে পারেননি। বাকি ভারতীয় খেলোয়াড়দের অবস্থাও শোচনীয় ছিল। তারই মধ্যে শামিকে আক্রমণের নিশানা করে নেয়ায় ভারতীয় পেসারের পাশে দাঁড়িয়েছেন নেটিজেনদের একাংশ। তারা বিরাট কোহলিদের দিকে প্রশ্ন ছুড়লেন, বর্ণবিদ্বেষের বিরুদ্ধে হাঁটু মুড়ে বসে প্রতিবাদ জানালেন। সতীর্থের বিরুদ্ধে যে আক্রমণ চলছে, তাতে সতীর্থের পাশেও দাঁড়ান।

রোববার দুবাইয়ে পাকিস্তানের সামনেই দাঁড়াতে পারেনি ভারত। ব্যাটসম্যানদের মধ্যে কিছুটা চেষ্টা করেছিলেন বিরাট এবং ঋষভ পন্ত। বাকি ব্যাটসম্যানরা চূড়ান্ত হতাশ করেছেন। বোলারদের মধ্যে কেউই সেভাবে দাগ কাটতে পারেননি। প্রথমদিকে তেমন বল করতে পারেননি শামিও। ১৮তম ওভারে তাঁকে যখন ফের বল দেন বিরাট, ওই সময় ১৭ রান দরকার ছিল পাকিস্তানের। প্রথম বলেই ছক্কা খান শামি। পরের দুটি বলে বল বাউন্ডারির বাইরে যায়। ওই ওভারের এক বল বাকি থাকতেই ১০ উইকেটে ম্যাচ জিতে যায় পাকিস্তান। আর সেই ওভারের পর শামির বোলিং পরিসংখ্যান দাঁড়ায় : ৩.৫ ওভারে ৪৩ রান। তারপরই শামিকে লক্ষ্য করে চূড়ান্ত আক্রমণ উড়ে আসতে থাকে সোশ্যাল মিডিয়ায়। ইনস্টাগ্রামে শামির ছবির নিচে গালিগালাজ করা হয়। পাকিস্তানের থেকে টাকা খেয়েছেন বলেও অভিযোগ তোলা হয়।

পরে অবশ্য শামির সমর্থনে এগিয়ে আসেন অনেকে। এক নেটিজেন বলেন, 'ম্যাচ হেরে যাওয়ার পর ধোনি এবং কোহলি পাকিস্তানিদের সাথে মজা করতে পারেন। অন্যদিকে প্রত্যাাশা মতো পারফরম্যান্স করতে না পারায় ইন্টারনেট দুনিয়ায় মোহাম্মদ শামিকে গালিগালাজ করা হয়। সইতে হয় ঘৃণা।' এক নেটিজেন বলেন, 'দারুণ বল করেছ চ্যাম্প। তুমি তোমার সেরাটা দিয়েছ। আজ আমাদের দিন ছিল না।'
সূত্র : হিন্দুস্তান টাইমস


আরো সংবাদ



premium cement
শ্যালকদের কোপে দুলাভাই খুন : গ্রেফতার ৩ তীব্র গরমে কী খাবেন আর কী খাবেন না এবার তালতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতির আপত্তিকর ভিডিও ভাইরাল বঙ্গবীর কাদের সিদ্দিকীকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে বললেন এমপি জয় পঞ্চপল্লীর ঘটনায় ন্যায়বিচারের স্বার্থে যা দরকার দ্রুততম সময়ের মধ্যে করার নির্দেশ সরকার ভিন্ন মত ও পথের মানুষদের ওপর নিষ্ঠুর দমন-পীড়ন চালাচ্ছে : মির্জা ফখরুল ধুনটে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু বাকৃবির এক্স রোটারেক্টরর্স ফোরামের বৃত্তি প্রদান অনুষ্ঠিত পাবনায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, হিট স্ট্রোকে মৃত্যু ১ দাগনভুঞায় বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তির ঘটনায় আ’লীগ নেতাকে শোকজ দখলে থাকা ৪ গ্রাম আজারবাইজানকে ফিরিয়ে দেবে আর্মেনিয়া

সকল