২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

বিশ্বকাপে ভারতকে হারিয়ে ‘গর্বিত’ ম্যাচসেরা শাহিন

- ছবি : সংগৃহীত

ভারতের প্রধান তিন ব্যাটারকে ফিরিয়ে দিয়েছিলেন শাহিদ আফ্রিদি। আর কোনো উইকেট না হারিয়ে পাকিস্তানকে দুই ওপেনার জেতালেও ম্যাচসেরার পুরস্কার দেয়া হলো শাহিন শাহ আফ্রিদিকে। ভারতের দুই ওপেনার ছাড়াও বিরাট কোহলিকে ফিরিয়েছিলেন শাহিন।

ম্যাচের পর তিনি বললেন, এই প্রথম বার আমরা ভারতকে বিশ্বকাপে হারালাম। এর থেকে গর্বের কিছু হয় না। আমরা জানতাম যে শুরুর দিকে উইকেট পেলে খুব ভালো হবে। সেটাই হয়েছে। যতটা বেশি সম্ভব এই উইকেট থেকে সুইং পেতে চেয়েছিলাম। এই পিচে পরপর উইকেট তোলা অনেক সময়ই সম্ভব হয় না। কিন্তু আমি সেটাই করতে চেয়েছি। নিজের ১০০ ভাগ উজাড় করে দিয়েছি আজ।

শাহিনের সংযোজন, আমার মতে, নতুন বলে আজ খেলা কঠিন ছিল। তাই বাবর ও রিজওয়ানের ধন্যবাদ প্রাপ্য। এই বিশ্বকাপে সব দেশই কঠিন। আশা করব, বাকি প্রতিযোগিতাতেও এই ছন্দ ধরে রাখতে পারব আমরা। ফাইনালে ওঠাই আমাদের প্রধান লক্ষ্য।

সূত্র : আনন্দবাজার পত্রিকা


আরো সংবাদ



premium cement