১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

শ্রীলঙ্কার কাছে হেরে যা বললেন মাহমুদউল্লাহ

- ফাইল ছবি

স্কোরটা আসলেই চ্যালেঞ্জিং ছিল। বাংলাদেশের বোলিং সাইডও ভালো। সব মিলিয়ে ম্যাচটি নিয়ে আশাবাদি ছিলেন বাংলাদেশ ক্যাপ্টেন মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু শেষের দিকে দুটি ক্যাচ মিস ও বাজে বোলিং-ফিল্ডিংয়ে শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। এমন হারের পর স্বাভাবিক ভাবেই হতাশ টাইগার সমর্থকরা।
ম্যাচ শেষে মাহমুদউল্লাহর কণ্ঠে ঝড়েছে আফসোস।

টাইগার অধিনায়ক বলেন, ‘আমি মনে করেছিলাম ১৭১ রান ডিফেন্ড করার জন্য যথেষ্ট। লিটন ও নাঈম দারুণ শুরু এনে দিয়েছিলেন ব্যাট হাতে। মুশফিক ব্রিলিয়ান্ট ইনিংস খেলেছেন। ১০ ওভার পর্যন্তও আমরা ম্যাচে ছিলাম। কিন্তু তারপর থেকেই ভুলে শুরু। আশা করি সামনের ম্যাচে এই ভুলগুলো শুধরে নিব।’

দলে বাড়তি স্পিনার নাসুমের প্রসঙ্গে তিনি বলেন, ‘আইপিএলে আমরা দেখেছি একজন বাড়তি স্পিনার অনেক সুবিধা এনে দেয়। সেই দিক থেকে আমাদের স্পিনাররা ভালো করেছে কিন্তু আমরা কয়েকটি সুযোগ নষ্ট করেছিল। তবে এই ম্যাচ আমাদের ব্যাটিং ইউনিটকে উদ্বুদ্ধ করবে। সামনের ম্যাচের দিকেই নজর আমাদের।’


আরো সংবাদ



premium cement