১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

লঙ্কানদের ভাবনায় সাকিব-মুস্তাফিজ

- ফাইল ছবি

সুপার টুয়েলভের ম্যাচে আগামীকাল শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে প্রতিপক্ষ শিবিরে ভাবনার কারণ হয়ে দাড়িয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান ও কাটার স্পেশালিস্ট মুস্তাফিজুর রহমান। পুরো দল নিয়ে পর্যবেক্ষণ করলেও এই প্লেয়ারের প্রতি বিশেষ নজর রয়েছে লঙ্কানদের।

ম্যাচের আগের দিন শনিবার সংবাদ সম্মেলনে লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা বললেন, ‘আমরা কাল খুব ভালো ম্যাচ আশা করছি। কোয়ালিফায়ার থেকে তারা ভালোভাবেই উঠেছে। টি-টোয়েন্টিতে নিজেদের দিনে আমরা কী করতে পারি, সবাই জানে। আমার মনে হয়, জমজমাট লড়াই হতে যাচ্ছে।’

বিশ্বকাপে একবারই বাংলাদেশের মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা। আর সেটা ২০০৭ সালে। যে ম্যাচে লড়াই হলেও ৬৪ রানে জিতেছিল লঙ্কানরা। অবশ্য সে ম্যাচে ছিলেন না বাংলাদেশের সাকিব, মুস্তাফিজ ও মাহমুদউল্লাহ। এবার তিনজনই আছেন।

লঙ্কান অধিনায়কের চোখ তাই এদের দিকে। তিনি বলেন, ‘পিচ নিয়ে বেশি ভাবছি না। আইপিএলে এই উইকেট ব্যবহার হওয়ায় একটু মন্থর আছে শারজাহতে। আমরা আমাদের শক্তির জায়গা দিয়ে খেলব। তারা ভালো দল। সাকিব, ফিজ, মাহমুদউল্লাহরা আছে। বাংলাদেশের ভালো কজন বোলার আছে। বিশেষ করে সাকিব ও ফিজ আছে। তাদের অনেক ভালো স্পিনার আছে।’


আরো সংবাদ



premium cement