২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

‘ক্রিকেট পাগল দেশে সমালোচনা হবেই’

‘ক্রিকেট পাগল দেশে সমালোচনা হবেই’ - ছবি : সংগৃহীত

স্কটল্যান্ডের বিরুদ্ধে হারের পর তিন সিনিয়র ক্রিকেটারের সমালোচনা করেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে ম্যাচ জিতে বাংলাদেশকে সুপার টুয়েলভে পৌঁছে দিয়ে মুখ খুলেছিলেন মাহমুদউল্লাহ।

বলেছিলেন, তারাও মানুষ, সমালোচনা তাদের গায়ে লাগে। সমালোচনা হোক, সেটা যেন গঠনমূলক। আর তাদের আত্মনিবেদন নিয়ে যেন কেউ প্রশ্ন না তোলে।

জবাবে সম্প্রতি নাজমুল হাসান পাপন এক সাক্ষাতকারে আবার নতুন করে সমালোচনা করেছেন ক্রিকেটারদের। মাহমুদউল্লাহদের ক্ষোভকে তিনি বলেছেন, ছেলে মানুষি। কাল থেকে সুপার টুয়েলভ যাত্রা শুরু করবে বাংলাদেশ। তার আগে এমন কথার লড়াই দলের জন্য ভালো নয়। বিশ্বকাপের মূল পর্বের মিশনের আগে বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো এসব বিষয়কে তেমন পাত্তা দিলেন না। বরং বললেন, ক্রিকেট পাগল দেশে সমালোচনা হবেই।

কথার লড়াই প্রসঙ্গ এড়িয়ে ডমিঙ্গো বলেন, ‘আমি শুধু ক্রিকেটের দিকেই নজর দিতে চাই। দলের বাইরে কী বলা হলো, সেটা নিয়ে খুব বেশি চিন্তা করার সুযোগ নেই। কালকের ম্যাচে খেলোয়াড়েরা কিভাবে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত থাকতে পারে, সেটার দিকেই নজর দিচ্ছি আমরা।’

এসব সমালোচনাকে স্বাভাবিকভাবেই নিচ্ছেন তিনি, ‘বিশেষ করে বাংলাদেশের মতো ক্রিকেট-পাগল দেশের হয়ে খেললে, পারফরম্যান্স বাজে হওয়ার পর সমালোচনা হবেই। আর সমালোচনা তো আন্তর্জাতিক যেকোনো খেলারই অংশ।’

তিনি আরো বলেন, ‘কোচিংয়ের দায়িত্বে থাকলে খেলোয়াড়দের নজরটা মাঠের দিকে রাখাটা কাজেরই অংশ। অন্যদিকে কী হচ্ছে, সেসব নিয়ে কী লেখা বা বলা হচ্ছে এসব নিয়ে কিছু করার নেই। আমাদের নজর এখন নিজেদের পারফরম্যান্সের দিকে।’

আগামীকাল বিকেল ৪টায় শারজায় মূল পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।


আরো সংবাদ



premium cement