২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

আজ থেকে সুপার লিগ : সুপার টুয়েলভের কখন কোন দলের খেলা

আজ থেকে সুপার লিগ : সুপার টুয়েলভের কখন কোন দলের খেলা - ছবি : সংগৃহীত

টি-২০ বিশ্বকাপের প্রথম রাউন্ডের খেলা শেষ। দু'টি গ্রুপ থেকে ২টি করে মোট ৪টি দল সুপার টুয়েলভে জায়গা করে নেয়। টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেছে চাটি দল।

কারা টিকিট পেল পরের রাউন্ডের?
# এ-গ্রুপ থেকে শ্রীলঙ্কা ও নামিবিয়া প্রথম রাউন্ডের বাধা টপকায়।
# বি-গ্রুপ থেকে স্কটল্যান্ড ও বাংলাদেশ সুপার টুয়েলভে জায়গা করে নেয়।

কারা ছিটকে গেল?
# এ-গ্রুপ থেকে আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস বিদায় নিয়েছে।
# বি-গ্রুপ থেকে ওমান ও পাপুয়া নিউ গিনি ছিটকে যায়।

সুপার টুয়েলভে কারা কোন গ্রুপে?
# এ-গ্রুপের এক নম্বর দল শ্রীলঙ্কা সুপার টুয়েলভের গ্রুপ-১-এ জায়গা পেয়েছে।
# এ-গ্রুপের দু'নম্বর দল নমিবিয়া সুপার টুয়েলভের গ্রুপ-২-এ জায়গা পায়।
# বি-গ্রুপের এক নম্বর দল স্কটল্যান্ড সুপার টুয়েলভের গ্রুপ-২-এ জায়গা করে নেয়।
# বি-গ্রুপের দু'নম্বর দল বাংলাদেশ সুপার টুয়েলভের গ্রুপ-১-এ জায়গা পেয়েছে।


সুপার টুয়েলভের গ্রুপ বিভাগ :
গ্রুপ-১ : ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, বাংলাদেশ।
গ্রুপ-২ : ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান, নামিবিয়া, স্কটল্যান্ড।

তারিখ ম্যাচ ভেন্যু সময়

২৩ অক্টোবর : অস্ট্রেলিয়া-দ.আফ্রিকা : আবুধাবি : বিকেল ৪টা

২৩ অক্টোবর : ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ : দুবাই :রাত ৮টা

২৪ অক্টোবর : বাংলাদেশ-শ্রীলঙ্কা : শারজাহ : বিকেল ৪টা

২৪ অক্টোবর : ভারত-পাকিস্তান : দুবাই : রাত ৮টা

২৫ অক্টোবর : আফগানিস্তান-স্কটল্যান্ড : শারজাহ রাত ৮টা

২৬ অক্টোবর : দ.আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ : দুবাই : বিকেল ৪টা

২৬ অক্টোবর : পাকিস্তান-নিউজিল্যান্ড : শারজাহ : রাত ৮টা

২৭ অক্টোবর : বাংলাদেশ-ইংল্যান্ড : আবুধাবি : বিকেল ৪টা

২৭ অক্টোবর : স্কটল্যান্ড-আয়ারল্যান্ড : আবুধাবি : রাত ৮টা

২৮ অক্টোবর : অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা : দুবাই : রাত ৮টা

২৯ অক্টোবর : বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ : শারজাহ : বিকেল ৪টা

২৯ অক্টোবর : আফগানিস্তান-পাকিস্তান : দুবাই : রাত ৮টা

৩০ অক্টোবর : দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা : শারজাহ : বিকেল ৪টা

৩০ অক্টোবর : ইংল্যান্ড-অস্ট্রেলিয়া : দুবাই : রাত ৮টা

৩১ অক্টোবর আফগানিস্তান-আয়ারল্যান্ড আবুধাবি বিকাল ৪টা

৩১ অক্টোবর ভারত-নিউজিল্যান্ড দুবাই রাত ৮টা

১ নভেম্বর ইংল্যান্ড-শ্রীলঙ্কা শারজাহ রাত ৮টা

২ নভেম্বর বাংলাদেশ-দ.আফ্রিকা আবুধাবি বিকাল ৪টা

২ নভেম্বর পাকিস্তান-আয়ারল্যান্ড আবুধাবি রাত ৮টা

৩ নভেম্বর নিউজিল্যান্ড-স্কটল্যান্ড দুবাই বিকাল ৪টা

৩ নভেম্বর ভারত-পাকিস্তান আবুধাবি রাত ৮টা

৪ নভেম্বর বাংলাদেশ-অস্ট্রেলিয়া দুবাই বিকাল ৪টা

৪ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলঙ্কা আবুধাবি রাত ৮টা

৫ নভেম্বর নিউজিল্যান্ড-আয়ারল্যান্ড শারজাহ বিকাল ৪টা

৫ নভেম্বর ভারত-স্কটল্যান্ড দুবাই রাত ৮টা

৬ নভেম্বর অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ আবুধাবি বিকাল ৪টা

৬ নভেম্বর ইংল্যান্ড-দ.আফ্রিকা শারজাহ রাত ৮টা

৭ নভেম্বর নিউজিল্যান্ড-আফগানিস্তান আবুধাবি বিকাল ৪টা

৭ নভেম্বর : পাকিস্তান-স্কটল্যান্ড : শারজাহ : রাত ৮টা

৮ নভেম্বর : ভারত-আয়ারল্যান্ড : দুবাই : রাত ৮টা


আরো সংবাদ



premium cement