২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

মাহমুদউল্লাহর ফিফটি

মাহমুদউল্লাহ রিয়াদ - ফাইল ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে গ্রুপ বি-তে পাপুয়া নিউগিনির বিপক্ষে ৫০ রান পূর্ণ করে বিদায় নিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

তার আগে ফিফটির কাছে (৪৬) গিয়েও দুর্দান্ত এক ক্যাচে বিদায় নিয়েছিলেন সাকিব আল হাসান।

শেষ খবর পাওয়া পর্যন্ত ১৭.৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৫২।

মাহমুদউল্লাহর ৫০ এসেছে ২৮ বলে। আছে ৩টি ছক্কা ও ৩টি চারের মার। টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটি তার ষষ্ঠ ফিফটি। 

টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশ। তবে দ্বিতীয় বলেই প্রথম উইকেটের পতন ঘটে। ওপেনার মোহাম্মদ নাইম ফিরে যান শূন্য রানে। পরে আরেক ওপেনার লিটন দাস ২৩ বলে ২৯ রান করে বিদায় নেন। আর মুশফিকুর রহিম বিদায় নেন ৫ রানে। তিনি এ রান করেন ৮ বলে।

সাকিবের ৪৬ রান এসেছে ৩৭ বলে। আছে ৩টি ছক্কার মার।


আরো সংবাদ



premium cement