২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

টি-২০ বিশ্বকাপ : পাকিস্তানের প্রত্যাশা

টি-২০ বিশ্বকাপ : পাকিস্তানের প্রত্যাশা -

দল ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা আগে হেড কোচ মিসবা-উল-হকসহ কোচিং স্টাফের একাধিক সদস্যের পদত্যাগ। নতুন কোচিং স্টাফ নিয়ে দল ঘোষণা। শেষ মুহূর্তে দলে একাধিক পরিবর্তন। দল ঘোষণার আগে ঘরের মাঠে একাধিক সিরিজ বাতিল। সব মিলিয়ে টালমাটাল পরিস্থিতিতেই বিশ্বকাপে খেলতে নামছে পাকিস্তান ক্রিকেট দল। তবে, চাপ নিয়ে খেলতে নামলেও টি-২০তে পারফরম্যান্স নিতান্ত খারাপ নয় পাকিস্তানের। তাই এবারেও আশায় বুক বাঁধছে পাক দল।

পাকিস্তান দল : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলি, ফকর জামান, হায়দার আলি, হারিশ রাউফ, হাসান আলি, ইমাদ ওয়াসিম, মহম্মদ হাফিজ, মহম্মদ নওয়াজ, মহম্মদ রিজওয়ান, মহম্মদ ওয়াসিম, সরফরাজ আহমেদ, শাহিন আফ্রিদি ও শোয়েব মালিক

প্রত্যাশা : নতুন কোচের অধীনে ফের চ্যাম্পিয়ন হওয়ার আশায় নামছে পাকিস্তান ক্রিকেট দল। তবে তার আগে পাকিস্তানকে টপকাতে হবে ভারতের বাধা। কারণ প্রথম ম্যাচেই টিম ইন্ডিয়ার বিরুদ্ধে খেলতে হবে পাক দলকে। আর এখনো পর্যন্ত বিশ্বকাপে পাকিস্তান ভারতকে হারাতে পারেনি।

তবে, এবার পাক অধিনায়ক বাবর আজম অনবদ্য ফর্মে। সেই সাথে শাদাব খান, শাহিন আফ্রিদিরাও ভালো খেলছেন। সেই সাথে দলে রয়েছেন মহম্মদ হাফিজ, শোয়েব মালিক, সরফরাজ আহমেদদের মতো অভিজ্ঞ তারকারাও। সব মিলিয়ে খারাপ হয়নি পাকিস্তান দল। তবে, এবার ফিন্ডিং নিয়ে কিছুটা হলেও চিন্তা থাকবে বাবরদের।

বিশ্বকাপে পাকিস্তানের গ্রুপে ভারত ছাড়াও রয়েছে আফগানিস্তান, নিউজিল্যান্ডের মতো দল। সেখান থেকে সেমিফাইনালে ওঠাটা বেশ চ্যালেঞ্জিং হবে পাক দলের জন্য। সেকারণেই পাকিস্তান চাইবে ২৪ অক্টোবর জয় দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করতে। কারণ সেটা করতে পারলে তারা যেমন পয়েন্ট পাবে, তেমনই ভারতের খাতায় যাবে শূন্য।


আরো সংবাদ



premium cement