১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪২৯, ০৮ রমজান ১৪৪৫
`

সুপার টুয়েলভ নিশ্চিত করতে বাংলাদেশের সামনে যে সমীকরণ

সুপার টুয়েলভ নিশ্চিত করতে বাংলাদেশের সামনে যে সমীকরণ - ছবি : সংগৃহীত

প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হার। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে ওমানের বিরুদ্ধে দাপুটে জয়। এই মুহূর্তে টি-২০ বিশ্বকাপের প্রথম রাউন্ডে গ্রুপ-বি'র তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। ওমানের কাছে হারলেই বিশ্বকাপ অভিযান শেষ হয়ে যেত বাংলাদেশের। তবে আপাতত তারা লড়াইয়ে টিকে থাকে।

স্কটল্যান্ড প্রথম দু'টি ম্যাচেই জয় তুলে নেয়ায় তারা ৪ পয়েন্ট নিয়ে গ্রপের শীর্ষে রয়েছে। ওমান ও বাংলাদেশের সংগ্রহে রয়েছে ২ ম্যাচে ২ পয়েন্ট করে। এই অবস্থায় শেষ ম্যাচে বাংলাদেশ পাপুয়া নিউ গিনিকে হারিয়ে দিলেই যে তারা সুপার টুয়েলভে জায়গা করে নেবে, তেমন কোনো নিশ্চয়তা নেই। কেননা ওমানের নেট রান-রেট বাংলাদেশের থেকে ভালো। তাই ওমান যদি শেষ ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে দেয়, তবে তিন দলেরই পয়েন্ট সংখ্যা দাঁড়াবে ৪। সেক্ষেত্রে নেট রান রেটে যে দু'টি দল এগিয়ে থাকবে, তারাই পরের রাউন্ডের টিকিট হাতে পাবে।

তবে শেষ ম্যাচে বাংলাদেশ জিতলে এবং ওমান হারলে, বাংলাদেশের সুপার টুয়েলভে যেতে রান-রেটের কোনো ভূমিকা থাকবে না। বাংলাদেশ এবং ওমান দু'দলই শেষ ম্যাচে হারলে স্কটল্যান্ড এক নম্বর দল হিসেবে পরের রাউন্ডে যাবে। সেক্ষেত্রে বাকি তিনটি দলের মধ্যে নেট রান-রেটে নির্ধারিত হবে কারা সুপার টুয়েলভে জায়গা পাবে।

বিশ্বকাপের প্রথম রাউন্ডের পয়েন্ট টেবিল

গ্রুপ-এ :
১. শ্রীলঙ্কা ১ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছে। তাদের নেট রান-রেট +২.৬০৭।
২. আয়ারল্যান্ড ১ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে দু'নম্বরে রয়েছে। তাদের নেট রান-রেট +১.৭৫৫।
৩. নেদারল্যান্ডস ১টি ম্যাচ খেলে কোনও পয়েন্ট সংগ্রহ করতে পারেনি। তারা তিন নম্বরে রয়েছে। তাদের নেট রান-রেট -১.৭৫৫।
৪. নমিবিয়াও ১টি ম্যাচ খেলে কোনও পয়েন্ট সংগ্রহ করতে পারেনি। তারা রয়েছে গ্রুপের একেবারে শেষে চার নম্বরে। তাদের নেট রান-রেট -২.৬০৭।

গ্রুপ-বি :
১. স্কটল্যান্ড ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছে। তাদের নেট রান-রেট +০.৫৭৫।
২. ওমান ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে দু'নম্বরে রয়েছে। তাদের নেট রান-রেট +০.৬১৩।
৩. বাংলাদেশ ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে। তাদের নেট রান-রেট +০.৫০০।
৪. পাপুয়া নিউ গিনি ২ ম্যাচ খেলে কোনও পয়েন্ট সংগ্রহ করতে পারেনি। তারা রয়েছে গ্রুপের একেবারে শেষে চার নম্বরে। তাদের নেট রান-রেট -১.৮৬৭।

সূত্র : হিন্দুস্তান টাইমস


আরো সংবাদ



premium cement
গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে সৌদি ও মিসর যাবেন ব্লিঙ্কেন গাজায় ‘শতভাগ’ মানুষ ‘তীব্র খাদ্য সঙ্কটে’ : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নাভালনির মৃত্যু : ৩০ রুশ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ইইউ’র জীবাশ্ম জ্বালানির তহবিল বন্ধ করল কেমব্রিজ বিশ্ববিদ্যালয় নাভালনির মৃত্যু : ৩০ রুশ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ইইউর সালাম মুর্শেদীকে গুলশানের বাড়ি ছাড়তে হাইকোর্টের নির্দেশ গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্যে মিসর ও সৌদি আরব যাচ্ছেন ব্লিঙ্কেন আমাকে অ্যাপ্রোচ করেছিল, আমি গ্রহণ করিনি : মেজর অব. হাফিজ জাতিসঙ্ঘ সংস্থার প্রধানকে গাজায় প্রবেশে বাধা ইসরাইলের মিয়ানমারে বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবরে ‘শঙ্কিত’ জাতিসঙ্ঘ প্রধান ডিএমপির অভিযানে গ্রেফতার ২৩

সকল