২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

সুপার টুয়েলভ নিশ্চিত করতে বাংলাদেশের সামনে যে সমীকরণ

সুপার টুয়েলভ নিশ্চিত করতে বাংলাদেশের সামনে যে সমীকরণ - ছবি : সংগৃহীত

প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হার। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে ওমানের বিরুদ্ধে দাপুটে জয়। এই মুহূর্তে টি-২০ বিশ্বকাপের প্রথম রাউন্ডে গ্রুপ-বি'র তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। ওমানের কাছে হারলেই বিশ্বকাপ অভিযান শেষ হয়ে যেত বাংলাদেশের। তবে আপাতত তারা লড়াইয়ে টিকে থাকে।

স্কটল্যান্ড প্রথম দু'টি ম্যাচেই জয় তুলে নেয়ায় তারা ৪ পয়েন্ট নিয়ে গ্রপের শীর্ষে রয়েছে। ওমান ও বাংলাদেশের সংগ্রহে রয়েছে ২ ম্যাচে ২ পয়েন্ট করে। এই অবস্থায় শেষ ম্যাচে বাংলাদেশ পাপুয়া নিউ গিনিকে হারিয়ে দিলেই যে তারা সুপার টুয়েলভে জায়গা করে নেবে, তেমন কোনো নিশ্চয়তা নেই। কেননা ওমানের নেট রান-রেট বাংলাদেশের থেকে ভালো। তাই ওমান যদি শেষ ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে দেয়, তবে তিন দলেরই পয়েন্ট সংখ্যা দাঁড়াবে ৪। সেক্ষেত্রে নেট রান রেটে যে দু'টি দল এগিয়ে থাকবে, তারাই পরের রাউন্ডের টিকিট হাতে পাবে।

তবে শেষ ম্যাচে বাংলাদেশ জিতলে এবং ওমান হারলে, বাংলাদেশের সুপার টুয়েলভে যেতে রান-রেটের কোনো ভূমিকা থাকবে না। বাংলাদেশ এবং ওমান দু'দলই শেষ ম্যাচে হারলে স্কটল্যান্ড এক নম্বর দল হিসেবে পরের রাউন্ডে যাবে। সেক্ষেত্রে বাকি তিনটি দলের মধ্যে নেট রান-রেটে নির্ধারিত হবে কারা সুপার টুয়েলভে জায়গা পাবে।

বিশ্বকাপের প্রথম রাউন্ডের পয়েন্ট টেবিল

গ্রুপ-এ :
১. শ্রীলঙ্কা ১ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছে। তাদের নেট রান-রেট +২.৬০৭।
২. আয়ারল্যান্ড ১ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে দু'নম্বরে রয়েছে। তাদের নেট রান-রেট +১.৭৫৫।
৩. নেদারল্যান্ডস ১টি ম্যাচ খেলে কোনও পয়েন্ট সংগ্রহ করতে পারেনি। তারা তিন নম্বরে রয়েছে। তাদের নেট রান-রেট -১.৭৫৫।
৪. নমিবিয়াও ১টি ম্যাচ খেলে কোনও পয়েন্ট সংগ্রহ করতে পারেনি। তারা রয়েছে গ্রুপের একেবারে শেষে চার নম্বরে। তাদের নেট রান-রেট -২.৬০৭।

গ্রুপ-বি :
১. স্কটল্যান্ড ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছে। তাদের নেট রান-রেট +০.৫৭৫।
২. ওমান ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে দু'নম্বরে রয়েছে। তাদের নেট রান-রেট +০.৬১৩।
৩. বাংলাদেশ ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে। তাদের নেট রান-রেট +০.৫০০।
৪. পাপুয়া নিউ গিনি ২ ম্যাচ খেলে কোনও পয়েন্ট সংগ্রহ করতে পারেনি। তারা রয়েছে গ্রুপের একেবারে শেষে চার নম্বরে। তাদের নেট রান-রেট -১.৮৬৭।

সূত্র : হিন্দুস্তান টাইমস


আরো সংবাদ



premium cement
গণকবরে প্রিয়জনদের খোঁজ কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, স্বজনদের হাসপাতাল ঘেরাও বঙ্গোপসাগরে ১২ নাবিকসহ কার্গো জাহাজডুবি ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশকে ‘নেট সিকিউরিটি প্রোভাইডার’ হিসেবে দেখতে চায় যুক্তরাষ্ট্র রাজশাহীতে তাপমাত্রা ৪১ দশমিক ৮ ডিগ্রি রাজশাহীতে টানা তাপদাহ থেকে বাঁচতে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা শরীয়তপুরে তৃষ্ণার্ত মানুষের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ জামায়াতের এক শ্রেণিতে ৫৫ জনের বেশি শিক্ষার্থী নয় : শিক্ষা প্রতিমন্ত্রী নজিরবিহীন দুর্নীতির মহারাজার আত্মকথা ফতুল্লায় ১০ লাখ টাকা চাঁদার দাবিতে নির্মাণকাজ বন্ধ, মারধরে আহত ২, মামলা পার্বত্যাঞ্চলে সেনাবাহিনী: সাম্প্রতিক ভাবনা

সকল