২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

মূল পর্বে যাওয়া নিয়ে শঙ্কায় নেই মাহমুদউল্লাহ

মূল পর্বে যাওয়া নিয়ে শঙ্কায় নেই মাহমুদউল্লাহ - ছবি : সংগৃহীত

অপ্রত্যাশিত হারে বিশ্বকাপ মিশন শুরু হয়েছে বাংলাদেশের। স্কটল্যান্ডের সাথে টাইগারদের হার ৬ রানে। মূল পর্বে যেতে হলে বাকি দুটি ম্যাচে জয়ের বিকল্প নাই বাংলাদেশের। সব মিলিয়ে মূল পর্বে যাওয়ার আগে কিছুটা শঙ্কা তৈরি হয়েছে টাইগারদের নিয়ে।

তবে বাংলাদেশ ক্যাপ্টেন মাহমুদউল্লাহ রিয়াদ মনে করেন, মূল পর্বে যাওয়ার ক্ষেত্রে তেমন শঙ্কা নেই। থেমে থাকলে চলবে না। পেছনের হতাশা এড়িয়ে টাইগারদের চোখ এখন সামনের দিকে।

মূল পর্বে যাওয়ার ক্ষেত্রে কোন শঙ্কা আছে কি না, এমন প্রশ্নের জবাবে মাহমুদউল্লাহ বলেন, (মূল পর্ব নিয়ে শঙ্কা) ওরকম চিন্তা হচ্ছে না। আমরা আমাদের সেরা ক্রিকেট খেলতে পারিনি। যদি আমরা নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারতাম, তাহলে ফল আমাদের পক্ষেই আসত। অন্য কিছু না খেলে আমাদের সেরা ক্রিকেট খেলার কথাই চিন্তা করতে হবে।’

মূল পর্ব নিয়ে না ভাবলেও নিজেদের ব্যর্থতা ভাবাচ্ছে অধিনায়ককে। তার মতে, ‘আমাদের ব্যাটিং খুবই বাজে ছিল। খুবই হতাশার। আমরা যদি এই জিনিসগুলো এখন থেকে খেয়াল না করি, পরের ম্যাচে যদি একই ধরনের ভুলের পুনরাবৃত্তি করি, তাহলে আমাদের জন্য ভালো কিছু হবে না।’

স্কটল্যান্ডের বিরুদ্ধে মন্থর ব্যাটিং নিয়ে তিনি বলেন, ‘আমরা তো আর ইচ্ছে করে মন্থর ব্যাটিং করিনি। সম্ভবত যে বাউন্ডারি মারতে চাচ্ছিলাম, সেগুলো মারতে পারিনি। পরেরবার চেষ্টা করব আরও ভালো করে যেন ব্যাটিং করতে পারি।’ দলের ব্যাটিং যে ভালো হয়নি, এটা অবশ্য স্বীকার করলেন অধিনায়ক। বারবারই তিনি পরাজয়ের কারণ হিসেবে বললেন ব্যাটিং ব্যর্থতার কথা, ‘ব্যাটিংয়ে প্রথম ৬ ওভারে আমরা ওরকম রান করতে পারিনি। এটা এমন একটা জায়গা, আমরা চেয়েছিলাম যেন পাওয়ার প্লেটা কাজে লাগাতে পারি। ১৪০ রানের লক্ষ্য তাড়া করতে হলে ভালো একটা শুরু প্রয়োজন। পরে মুশফিক, সাকিব কিছুটা কিছুটা রিকভারি করেছিল। কিন্তু মাঝের ওভারগুলোতে আমরা ভালো করতে পারিনি। উইকেট ভালো ছিল কিন্তু আমরা ব্যাটিং করতে পারিনি।’

বি গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়। বিকেল ৪টায় একই গ্রুপের অন্য ম্যাচে মুখোমুখি হবে স্কটল্যান্ড ও পাপুয়া নিউ গিনি।


আরো সংবাদ



premium cement