২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ওমানের সাথে হারলেই বাদ বাংলাদেশ

ওমানের সাথে কাল হারলেই বাদ বাংলাদেশ - ছবি : সংগৃহীত

মূল পর্ব অনেক দূর। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বেই এখন হিমশিম খাচ্ছে বাংলাদেশ। স্কটল্যান্ডের সাথে বাজে পরাজয়ে জোড়ালো শঙ্কা, বাছাই পর্ব থেকেই বিদায় নেবে না তো বাংলাদেশ? ওমান অতটা শক্তিশালী দল না। হয়তো জিতবে বাংলাদেশ। কিন্তু কোনো কারণে হেরে গেলে বিশ্বকাপ মিশন কালই শেষ হয়ে যাবে টাইগারদের, এটা নিশ্চিত।

বাংলাদেশ-ওমান ম্যাচটি শুরু হবে কাল মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৮টায়। সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি, টি স্পোর্টস ও বিটিভি। এর আগে বিকেল ৪টায় বি গ্রুপের আরেক ম্যাচে পাপুয়া নিউ গিনির মোকাবেলা করবে বাংলাদেশকে লজ্জা উপহার দেয়া স্কটল্যান্ড।

প্রথম ম্যাচ জিতে দুই পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে এখন স্বাগতিক ওমান। দলটির নেট রান রেট +৩.১৩৫। +০.৩০০ রান রেট নিয়ে সমান দুই পয়েন্টে দ্বিতীয় স্থানে আছে স্কটল্যান্ড। তিনে থাকা বাংলাদেশের রান রেট -০.৩০০। সবার নিচে থাকা পাপুয়া নিউ গিনির নেট রান রেট -৩.১৩৫।

নিজেদের বাকি দুই ম্যাচ তো জিততেই হবে এখন বাংলাদেশকে। পাশাপাশি তাকিয়ে থাকতে হবে স্কটল্যান্ডের দিকে। স্কটিশরা যদি বাকি দুটি খেলায় ওমান ও পাপুয়া নিউ গিনির বিপক্ষে জয় পায় সেক্ষেত্রে বি গ্রুপ থেকে সুপার টুয়েলভে যাবে টাইগাররা। তবে স্কটিশরা যদি এক ম্যাচে হেরে যায় সেক্ষেত্রে বাংলাদেশের পাড়ি দিতে হবে রান রেটের জটিল সমীকরণে।

কাল মাঠে নামবে স্কটল্যান্ডও। প্রতিপক্ষ পাপুয়া নিউ গিনি। ধরা যাক এই ম্যাচে জিতল স্কটল্যান্ড। বাংলাদেশও জিতল ওমানের সঙ্গে। তখন ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে যাবে স্কটল্যান্ড। শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাপুয়া নিউ গিনি। জিততে পারলে ৪ পয়েন্ট হবে বাংলাদেশের। শেষ ম্যাচে ওমানের প্রতিপক্ষ স্কটল্যান্ড। সেখানে ওমান জিতলে তাদেরও পয়েন্ট হবে ৪। তখন তিন দলের পয়েন্ট হবে সমান ৪। রান রেটের হিসেবে শীর্ষ দুটি দল পা রাখবে সুপার টুয়েলভে। তার মানে, বাকি দুটি ম্যাচ খুব দাপটের সঙ্গে জেতার বিকল্প নাই টাইগারদের।

ওমানের বিরুদ্ধে সব দিক থেকেই এগিয়ে থাকছে টাইগাররা। বড় কোন অঘটন না হলে সহজেই জেতার কথা মাহমুদউল্লাহদের। তবে প্রথম ম্যাচে হেরে চাপে পড়া বাংলাদেশ কতটা প্রবলভাবে ঘুরে দাঁড়ায় স্বাগতিকদের বিরুদ্ধে, সেটাই দেখার বিষয়।

দেখুন:

আরো সংবাদ



premium cement