২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

হৃদরোগে আক্রান্ত হয়ে ভারতীয় ক্রিকেটারের মৃত্যু

 হৃদরোগে আক্রান্ত হয়ে ভারতীয় ক্রিকেটারের মৃত্যু
হৃদরোগে আক্রান্ত হয়ে ভারতীয় ক্রিকেটারের মৃত্যু -

হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ২৯ বছর বয়সে প্রাণ হারালেন ভারতের সৌরাষ্ট্রের রনজিজয়ী ব্যাটার অভি ব্যারট (Avi Barot)। তরুণ ব্যাটারের অকাল মৃত্যুতে শোকপ্রকাশ করেছে সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থা।

২০১৯-২০ মৌসুমে সৌরাষ্ট্রের রনজি দলের সদস্য ছিলেন অভি। পাশাপাশি সামলেছিলেন অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের অধিনায়কত্বের ভার। সৌরাষ্ট্রের পাশাপাশি গুজরাট ও হরিয়ানার হয়েও প্রতিনিধিত্ব করেছিলেন। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংও করতেন অভি। সেই প্রতিভাবান ক্রিকেটারই শুক্রবার চলে গেলেন হৃদরোগে আক্রান্ত হয়ে।

অত্যন্ত অল্প সময়ের কেরিয়ারে মোট ৩৮টি প্রথম শ্রেণীর ক্রিকেট, ৩৮টি লিস্ট এ ম্যাচ এবং ২০টি ঘরোয়া টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন অভি। আক্ষরিক অর্থেই অলরাউন্ডার ছিলেন তিনি। স্পিন বোলিংয়ের পাশাপাশি ছিলেন উইকেটকিপার-ব্যাটসম্যান।

প্রথম শ্রেণীর ক্রিকেটে মোট ১ হাজার ৫৪৭ রান করেছেন। লিস্ট এ ক্রিকেটে তার সংগ্রহ ১ হাজার ৩০ রান। আর টি-টোয়েন্টিতে তার ঝুলিতে রয়েছে ৭১৭। বাংলাকে হারিয়ে রনজি চ্যাম্পিয়ন হওয়া সৌরাষ্ট্রের দলে ছিলেন তিনি। সৌরাষ্ট্রের হয়ে ২১টি রনজি ম্যাচ খেলেছিলেন অভি।

২০১১ সালে অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের অধিনায়কের দায়িত্ব সামলানো অভি চলতি বছর নজর কেড়েছিলেন সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে। ৫৩ বলে ১২২ রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি।
সূত্র : সংবাদ প্রতিদিন


আরো সংবাদ



premium cement