২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

রেকর্ড গড়ে কমলা টুপির মালিক হলেন রুতুরাজ, বেগুনি টুপি পেলেন হর্ষল

রুতুরাজ গায়কোয়াড় ও হর্ষল পটেল - ছবি : সংগৃহীত

এ বারের আইপিএলে কমলা টুপির মালিক রুতুরাজ গায়কোয়াড়। সব চেয়ে কম বয়সে আইপিএলে কমলা টুপি জেতার নজির গড়লেন চেন্নাই সুপার কিংসের ওপেনার। এ বারের আইপিএলে সব চেয়ে বেশি রান করলেন তিনি। সব চেয়ে বেশি উইকেট নিয়ে বেগুনি টুপি জিতলেন হর্ষল পটেল।

এ বারের আইপিএলে ১৬টি ইনিংস খেলেছেন রুতুরাজ। রান করেছেন ৬৩৫। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ২৭ বলে ৩২ রান করেন তিনি। ফাফ ডু প্লেসি প্রায় ছুঁয়ে ফেলেছিলেন তাকে। ১৬ ইনিংসে ৬৩৩ রান করেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক। দু’রানের জন্য তার সতীর্থকে ছুঁতে পারলেন না ডু প্লেসিস। এ বারের আইপিএলে একটি শতরান করেছিলেন রুতুরাজ। তরুণ ওপেনারের গড় ৪৫.৩৫, স্ট্রাইক রেট ১৩৬.২৬। মাত্র ২৪ বছর বয়সে কমলা টুপি জিতে রেকর্ড গড়লেন রুতুরাজ।

বেগুনি টুপি জিতেছেন হর্ষল পটেল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এই পেসার ১৫ ম্যাচে ৩২টি উইকেট নিয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন দিল্লি ক্যাপিটালসের আবেশ খান। তিনি নিয়েছেন ২৪টি উইকেট। চেন্নাইয়ের হয়ে সব থেকে বেশি উইকেট নিয়েছেন শার্দুল ঠাকুর। ১৮টি উইকেট নিয়েছেন তিনি।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

দেখুন:

আরো সংবাদ



premium cement