২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`
ক্রিকেট-বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

হার দিয়ে শ্রীলঙ্কা সফর শুরু বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের

হার দিয়ে শ্রীলঙ্কা সফর শুরু বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের - ছবি : সংগৃহীত

হার দিয়ে শ্রীলঙ্কা সফর শুরু করলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। পাঁচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শুক্রবার স্বাগতিক শ্রীলঙ্কার কাছে ৪২ রানে হেরেছে বাংলাদেশ যুব দল। ফলে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়লো সফরকারী বাংলাদেশ।

ডাম্বুলার রাঙ্গিরি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। বাংলাদেশ বোলারদের দৃঢ়তায় বড় স্কোর করতে পারেনি লঙ্কান যুবারা। ৫০ ওভারে ৯ উইকেটে ২২৮ রান করে তারা।

দলের পক্ষে সর্বোচ্চ ৬৭ রান করেন পাওয়ান পাথিরাজা। বল হাতে বাংলাদেশের রিপন মন্ডল ৩টি উইকেট নেন। জয়ের জন্য ২২৯ রানের জবাবে শুরুটা ভালো করার ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশের যুবারা। কিন্তু ৩১ রানে প্রথম উইকেট পতনের পর চাপে পড়ে তারা। ৩৫ রান তুলতেই চার উইকেট হারিয়ে ফেলে।

পঞ্চম উইকেটে জুটি গড়ে দলকে খেলায় ফেরানোর চেষ্টা করেন আইচ মোল্লা ও আরিফুল ইসলাম। ৭০ রানের জুটি গড়েন তারা। ৩৮ রান করে থামেন আরিফুল।

আরিফুলের বিদায়ের পর লোয়ার-অর্ডারে ধস নামে বাংলাদেশের। ১৫৭ রানে নবম উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে সফরকারীরা। তবে এক প্রান্ত আগলে দলের হারের ব্যবধান কমান মোল্লা। ৪৭তম ওভারে শেষ ব্যাটার হিসেবে মোল্লা আউট হলে ১৮৬ রানে থামে বাংলাদেশ ইনিংস। ৯টি চারে ৯৩ বলে ৮৬ রান করেন মোল্লা। শ্রীলঙ্কার ত্রিভেন ম্যাথুজ ৪টি উইকেট নেন।

এই ভেন্যুতেই সিরিজের বাকি ম্যাচগুলো ১৮, ২০, ২৩ ও ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে।

আসন্ন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এ সিরিজ খেলছে বাংলাদেশের যুবারা। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ।


আরো সংবাদ



premium cement