২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

ভারতের তীব্র সমালোচনা করে যা বললেন আফ্রিদি

শাহিদ আফ্রিদি - ছবি : সংগৃহীত

ভারতের তীব্র সমালোচনা করলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শাহিদ আফ্রিদি। পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধরীর পর আফ্রিদিও নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডকে পাঠানো ই-মেইল ভুয়া বলে ভারতের ঘাড়েই দোষ চাপিয়ে দিলেন। নিউজিল্যান্ড ও ইংল্যান্ড পরপর পাকিস্তান সফর বাতিল করায় ক্ষুব্ধ আফ্রিদি। তিনি মনে করেন নিউজিল্যান্ড যেভাবে পাকিস্তান ছেড়েছে তা ক্ষমার অযোগ্য। এই ঘটনায় ভারতের হাত দেখছেন তিনিও।

আফ্রিদি বলেন, ‘আমাদের সিদ্ধান্ত নিতে হবে। গোটা বিশ্বকে এটা বোঝাতে হবে আমরাও একটা দেশ এবং নিজেদের দেশ নিয়ে আমরা গর্বিত। মেনে নিচ্ছি, একটা দেশ সমানে আমাদের ক্ষতি করার চেষ্টা করছে। কিন্তু বাকিদেরও এক ভুল করা উচিত নয়। তারা তো শিক্ষিত। তারা কেন অন্ধের মতো ভারতকে অনুসরণ করবে?’

তিনি আরো বলেন, ‘ক্রিকেটের মাধ্যমে অনেক সম্পর্ক ঠিক হতে পারে। একটা সময় ভারত থেকে আমাদের উদ্দেশে হুমকি আসত। পাকিস্তান সরকার তার পরও আমাদের ভারতে যেতে বলে। আমরা গিয়ে খেলে এসেছিলাম। কোভিডের সময় ইংল্যান্ডেও অবস্থা খুব খারাপ ছিল। তবুও আমরা সেখানে গিয়ে খেলেছি। আর ভুয়া ইমেইলে ভয় পেয়ে দেশে ফিরে গেল নিউজিল্যান্ড। এটা একেবারেই ঠিক নয়।’

আফ্রিদি দাবি করেন, নিউজিল্যান্ডের ক্রিকেটাররা যথেষ্ট ভালো ছিলেন পাকিস্তানে। তিনি বলেন, ‘যদি নিরাপত্তা সংক্রান্ত কোনো সমস্যা থাকত তবে তা সবার আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে জানানো উচিত ছিল। তা ছাড়া একটা সফর আয়োজন করার আগে নিরাপত্তা নিয়ে প্রচুর কাটাছেঁড়া হয়। সফরকারী দল নিরাপত্তা খতিয়ে দেখার জন্য তাদের প্রতিনিধি পাঠায়। এটা একটা লম্বা প্রক্রিয়া। পুরোটা শেষ হওয়ার পরে তবেই সবুজ সঙ্কেত দেয়া হয়। আর নিউজিল্যান্ড ক্রিকেটাররাই জানিয়েছে, তারা পাকিস্তানকে ভালোবেসে ফেলেছিল।’

সূত্র : আনন্দবাজার পত্রিকা

 


আরো সংবাদ



premium cement