২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

২৬ ম্যাচ পর হারলো অস্ট্রেলিয়ার মেয়েরা

২৬ ম্যাচ পর হারলো অস্ট্রেলিয়ার মেয়েরা - ছবি : সংগৃহীত

ওয়ানডে ক্রিকেটে পরাজয় কী জিনিস তা ভুলেই গিয়েছিল অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দল। অবশেষে তাদের হারের স্বাদ দিল ভারতের মেয়েরা। রোববার তৃতীয় ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়াকে ২ উইকেটে হারিয়েছে ভারত।

সবশেষ ২০১৭ সালের অ্যাশেজে ইংল্যান্ডের কাছে বৃষ্টি আইনে ২০ রানে হেরেছিল অস্ট্রেলিয়ার মেয়েরা। এরপর প্রায় চার বছর ধরে টানা ২৬ জিতে আসছিল তারা। এবার থামতে হলো তাদের।

আগে ব্যাট করতে নেমে ২৬৪ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ৮ উইকেট হারিয়ে তিন বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায় ভারত। ওয়ানডে ক্রিকেটে ভারতের সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড এটি।

ভারতের রেকর্ডগড়া জয়ে বড় অবদান ওপেনার শেফালি ভার্মা ও তিন নম্বরে নামা ইয়াস্তিকা ভাটিয়ার। দু’জনের দ্বিতীয় উইকেট জুটিতে আসে ১০১ রান। শেফালি ৫৬ ও ইয়াস্তিকা খেলেন ৬৪ রানের ইনিংস। মিডল অর্ডার ব্যর্থ হলেও শেষের দিকে জয়ের জন্য গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন দীপ্তি শর্মা ও স্নেহ রানা। দীপ্তি ৩০ বলে ৩১ ও স্নেহ ২৭ বলে ৩০ রান করেন। চার হাঁকিয়ে ভারতের জয় নিশ্চিত করেন ঝুলন। পাশাপাশি বল হাতে ৩৭ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন তিনিই।


আরো সংবাদ



premium cement