২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

শুক্রবার ভোরে নেপালে যাচ্ছেন তামিম

শুক্রবার ভোরে নেপালে যাচ্ছেন তামিম - ছবি : সংগৃহীত

নেপালে অনুষ্ঠেয় এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলতে শুক্রবার ভোরে ঢাকা ছাড়বেন তামিম ইকবাল। এভারেস্ট লিগে ভৈরাহাওয়া গ্লাডিয়েটর্সের হয়ে খেলবেন তামিম।

ইনজুরির কারণে দীর্ঘদিন দলের বাইরে তামিম। মাঝে পেরিয়ে গেছে তিনটি টি টোয়েন্টি সিরিজ। তাহলে কেন এর মধ্যে নেপালের লিগে খেলতে যাওয়া তামিমের। এটাও আসলে তার ইনজুরি পুনর্বাসন প্রক্রিয়া। এই লিগে তামিম কেমন খেলে, তার উপর নির্ভর করবে তামিমের ভবিষ্যত সিরিজের ব্যাপারগুলো। এমনটিই জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

গত এক মাস পুনর্বাসন প্রক্রিয়া মেনে অনেকটাই ফিট হয়ে উঠেছেন তামিম। এ কারণেই এভারেস্ট টি-টোয়েন্টিতে খেলতে যাচ্ছেন তিনি। যদিও বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী জানালেন, এই লিগে খেলার পর তামিমের ফিটনেসের আসল অবস্থা বোঝা যাবে।

দেবাশিষ চৌধুরী বলেন, ‘জিম্বাবুয়ের সিরিজের পরে তামিমকে পরামর্শ দেয়া হয়েছিল প্রায় আট সপ্তাহের একটা পুর্নবাসন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়ার জন্য। তামিম গত মা ধরে এই পুনর্বাসন পরিকল্পনা অনুসরণ করেছে আমাদের জাতীয় দলের ফিজিও এবং ট্রেনারদের তত্ত্বাবধানে। যথেষ্ট অধ্যাবসায় ও কষ্টের মধ্য দিয়ে এই জটিল এবং দীর্ঘ প্রক্রিয়া প্রায় শেষ করে এনেছে।’

‘গত দুই-তিন ধরে ও প্রথমে স্কিল ট্রেইনিং শুরু করে। ব্যাটিং, ফিল্ডিং এবং ড্রিলস শুরু করে পরে। আস্তে আস্তে আত্মবিশ্বাস ফিরে পাচ্ছে। আরও কয়েকটা দিন সময় বাকি আছে। আমরা আশাবাদী, এভাবে যদি সে স্কিল ট্রেইনিং চালিয়ে যেতে পারে, তাহলে আসন্ন এভারেস্ট প্রিমিয়ার লিগে যে খেলার ব্যাপারে আশা প্রকাশ করেছে, সেটা সম্ভব হবে।’

এভারেস্ট টি-টোয়েন্টি লিগ তামিমের পুনর্বসান প্রক্রিয়ার অংশ। দেবাশিষ চৌধুরী বলেন, ‘আমাদের সাথে তামিমের যে পরিকল্পনা করা হয়েছে, তাতে এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলাটা পুর্নবাসন প্রক্রিয়ার অংশ। এতে বোঝা যাবে স্কিল এবং অন্যান্য বিষয় কীভাবে মানিয়ে নিচ্ছে। এ খেলার ফিট থাকার ওপর ওপর নির্ভর করবে আমরা কী সিদ্ধান্ত নিব।’


আরো সংবাদ



premium cement
‘রাষ্ট্রধর্ম ইসলাম’ সংবিধান বিরোধী নয় ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুরের ইন্তেকাল থাইল্যান্ডের রাজা-রাণীর সাথেপ্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গ্যাস বিতরণে সিস্টেম লস ২২ শতাংশ থেকে সাড়ে ৭ শতাংশে নেমে এসেছে : নসরুল হামিদ গণকবরে প্রিয়জনদের খোঁজ কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, স্বজনদের হাসপাতাল ঘেরাও বঙ্গোপসাগরে ১২ নাবিকসহ কার্গো জাহাজডুবি ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশকে ‘নেট সিকিউরিটি প্রোভাইডার’ হিসেবে দেখতে চায় যুক্তরাষ্ট্র রাজশাহীতে তাপমাত্রা ৪১ দশমিক ৮ ডিগ্রি রাজশাহীতে টানা তাপদাহ থেকে বাঁচতে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা শরীয়তপুরে তৃষ্ণার্ত মানুষের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ জামায়াতের

সকল