২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

অস্ট্রেলিয়াকে সাবধান করলেন রমিজ রাজা

পিসিবি সভাপতি রমিজ রাজা। - ছবি : সংগৃহীত

‘নিরাপত্তাজনিত’ কারণে সিরিজ শুরুর আগ মুর্হূতে পাকিস্তান সফর বাতিল করে নিউজিল্যান্ড ক্রিকেট দল। এরপর আগামী মাসের পাকিস্তান সফর আগেভাগেই বাতিল করে দেয় ইংল্যান্ড। নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের সফর বাতিলে, পাকিস্তান সফর নিয়ে ভাবছে অস্ট্রেলিয়াও। তাই আগেভাগে অস্ট্রেলিয়াকে হুঁশিয়ার করে দিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি রমিজ রাজা। বললেন, ‘এমন ভুল যেন তারা না করে।’

এ মাসে পাকিস্তান সফর ইতোমধ্যে বাতিল করেছে নিউজিল্যান্ড। আর আগামী মাসের সিরিজ আগেভাগেই বাতিল করেছে ইংল্যান্ড। আর আগামী বছরের ফেব্রুয়ারিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে পাকিস্তান সফরের সূচি রয়েছে অস্ট্রেলিয়ার।

দুইটি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা অস্ট্রেলিয়ার। নিরাপত্তার কারণে পাকিস্তানের মাটিতে নিউজিল্যান্ড-ইংল্যান্ডের পর এবার শঙ্কায় অস্ট্রেলিয়া দলের সফর। এমন বেশ কিছু প্রতিবেদন করেছে অস্ট্রেলিয়ার গণমাধ্যম। সেসব প্রতিবেদন চোখ এড়ায়নি রমিজের। তাই অস্ট্রেলিয়াকে সাবধান করে দিয়েছেন তিনি।

রমিজ বলেন, ‘আমি মনে করি অস্ট্রেলিয়ার দায়িত্বশীল হওয়া দরকার। বিষয়টি ক্রিকেটের প্রতি দায়িত্বশীল আচরণ দেখানোর মতোই। ক্রিকেটের এমন বিষয়ে অস্ট্রেলিয়ার একটি বড় ভূমিকা রয়েছে। নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের মতো হলে ক্রিকেটের জন্য ভূমিকা পালন করতে পারবে না অসিরা। যদি নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের মতো কাজ করে, তবে ভুল করবে। তাই আমি আহ্বান করছি, এমন ভুল যেন অস্ট্রেলিয়া না করে।’

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলেন অস্ট্রেলিয়ার বেশ কিছু খেলোয়াড়। তারা যতি নির্ভয়ে পাকিস্তানের মাটিতে খেলতে পারেন, তবে অস্ট্রেলিয়ার জাতীয় দল কেন খেলতে পারবে না, বলে প্রশ্ন ছুঁড়ে দেন রমিজ। তিনি বলেন, ‘পিএসএলে অস্ট্রেলিয়ার অনেক খেলোয়াড়ই অংশ নেয়। তারা যদি নিরাপত্তা নিয়ে খেলতে পারে, তবে অস্ট্রেলিয়ার জাতীয় দল কেন খেলতে পারবে না!। অস্ট্রেলিয়াকে পাকিস্তানের নিরাপত্তা সম্পর্কে ভালোভাবে বোঝাতে সক্ষম হবো আশা করছি।’

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
শ্রমজীবি মানুষের মাঝে ক্যাপ, পানি ও স্যালাইন বিতরণ করেছে ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম নোয়াখালীতে হিট স্ট্রোকে শিক্ষার্থীর মৃত্যু বাবার বাড়িতে বেড়াতে যাওয়ায় স্ত্রীর ২৭ স্থানে স্বামীর ধারালো অস্ত্রের আঘাত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ১২ উপজেলায় মানববন্ধন রোববারই খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবার ক্লাসসহ ৪ নির্দেশনা ময়মনসিংহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী বাস্তবায়নের আহ্বান ৩ গণকবরে ৩৯২ লাশ, ২০ ফিলিস্তিনিকে জীবন্ত কবর দিয়েছে ইসরাইল! মৌলভীবাজারে বিএনপি ও যুবদল নেতাসহ ১৪ জন কারাগারে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট কারীদের চিহ্নিতকরণ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ১২ দলীয় জোটের কলিং ভিসায় প্রতারণার শিকার হয়ে দেশে ফেরার সময় মারা গেল মালয়েশিয়া প্রবাসী নারায়ণগঞ্জ যুবদলের সদস্য সচিবকে আটকের অভিযোগ

সকল