২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

জালাল চৌধুরীর মৃত্যুতে মাশরাফির আবেগঘন স্ট্যাটাস

- ফাইল ছবি

ফুসফুসের সংক্রমণ ও শ্বাসকষ্টের সমস্যায় ভুগে শেষ পর্যন্ত মারা গেছেন ক্রীড়া ব্যক্তিত্ব জালাল আহমেদ চৌধুরী। ক্রিকেটার, আম্পায়ার, কোচ, লেখক ও ক্রীড়া সাংবাদিক- অনেক পরিচয় তার। তার হাত দিয়েই তৈরি হয়েছে অনেক তারকা ক্রিকেটার। প্রিয় গুরুর বিদায়ে তারা এখন শোকাহত। বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও বেশ আবেগ আপ্লুত, যার প্রকাশ হয়েছে তার ফেসবুকে আবেগঘন এক স্ট্যাটাসে।

নিজের ভেরিফাইড ফেসবুক পেজে মাশরাফি লিখেছেন, ‘যাদের হাত ধরে ক্রিকেট জীবন শুরু করা তাদের বিদায়গুলো এভাবে দেখা খুবই কঠিন। ‘স্যার, আপনার আন্ডারে খেলা, আপনার আদেশ, ড্রেসিং রুমে আপনার স্থির থাকা, আপনার লেখা এ সব কিছুই এখন স্মৃতি হয়ে গেল। বাংলাদেশ ক্রিকেটে আপনার অবদান যারা দেখেছে, তারা আজীবন মনে রাখবে। অসংখ্য খেলোয়াড়ের গুরু ছিলেন আপনি আর হয়েও থাকবেন। ওপারে ভালো থাকবেন স্যার। আল্লাহ আপনাকে জান্নাতবাসী করুন। আমিন।’

ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও শোকাহত। তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, ‘বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক কোচ ও বরেণ্য ক্রীড়া লেখক জালাল আহমেদ চৌধুরী আর নেই। মঙ্গলবার বেলা ১১টা ২৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।’

জালাল আহমেদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি।


আরো সংবাদ



premium cement