১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

বাতিল হওয়া সিরিজ পাকিস্তানেই খেলতে চায় নিউজিল্যান্ড, তবে...

- ফাইল ছবি

‘ই-মেইল বার্তায় হুমকি পেয়ে’ নিরাপত্তাজনিত কারণে সিরিজ শুরুর আগেই পাকিস্তান সিরিজ বাতিল করে দেয় নিউজিল্যান্ড ক্রিকেট দল। খেলা শুরুর আগে হঠাৎ তা বাতিল করার একক সিদ্ধান্তের কারণে বিশ্বজুড়ে সমালোচনার ঝড় ওঠে। এমন সমালোচনার পর মুখ খুলেছে নিউজিল্যান্ড। ফের পাকিস্তানেই সিরিজ খেলতে রাজি হয়েছে তারা। তবে এখনই নয়, আগামী বছর এই সিরিজটি পাকিস্তানের মাটিতে খেলতে চায় নিউজিল্যান্ড। এমনটাই বলেছেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের (এনজেডসি) প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়ান হোয়াইট।

এর আগে বাংলাদেশ পরাজিত হয়ে ১১ সেপ্টেম্বর ১৮ বছর পর পাকিস্তানের মাটিতে খেলতে গিয়েছিল নিউজিল্যান্ড। এবারের সফরে পাঁচটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলার কথা ছিল। টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগ মুর্হূতে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে খেলা বাতিল করে পাকিস্তান ছাড়ে নিউজিল্যান্ড।

হোয়াইট জানান, এই সিরিজটি পুনরায় আয়োজনের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে এনজেডসি।
তিনি বলেন, ‘আমরা আশা করছি, সিরিজ আয়োজনে একটি উইন্ডো আমরা পাবো। আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে পাকিস্তানের সাথে খেলার আশা করছি। যেখানে আমরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দু’টি টেস্ট ও কয়েকটি ওয়ানডে খেলবো।’

পাকিস্তান সফর বাতিল নিয়ে আবারো একই কথা বলেছেন হোয়াইট। সফর বাতিল করা ছাড়া আর কোনো উপায় ছিল না বলে জানান তিনি। তার ভাষ্য অনুযায়ী, ‘পিসিবি অসাধারণ, খুবই পেশাদার তারা। আগামী সপ্তাহ ও মাসগুলোতে আমরা তাদের সাথে কাজ করবো। তাদের বিপক্ষে আমাদের পাঁচটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে হবে। পাকিস্তান ক্রিকেটের জন্য এটি খুবই হতাশার। কিন্তু আমাদের হাতে আর কোনো বিকল্প ছিল না। তাই দুভার্গ্যক্রমে সফরটি বাতিল আমাদের করতে হয়েছে।’

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement