২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

হ্যান্ডশেক নয়, করতালিতে টাইগারদের অভিবাদন অজিদের

- ছবি- সংগৃহীত

বিভিন্ন শর্ত দিয়ে বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া দল। এর মধ্যে একটি ছিল মাঠে খেলা শেষে কারো সাথে হ্যান্ডশেক করবে না অজি শিবির। এমনকি আম্পায়ারের সাথেও না। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের কাছে ২৩ রানে হেরেছে অস্ট্রেলিয়া। ম্যাচ শেষে জয়ী দলকে অভিবাদন জানায় হেরে যাওয়া দল অস্ট্রেলিয়া। তবে সেটা করেছে ভিন্ন আঙ্গিকে।

মঙ্গলবার রাতে মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শেষে ভুলেও টাইগার শিবিরের কারো সাথে করমর্দন কিংবা কনুইয়ে গুতা পর্যন্ত দেননি তারা। শুধু দূর থেকে করতালি দিয়ে ওয়েডরা অভিবাদন জানিয়েছে মাহমুদউল্লাহদের।

মিরপুরে বুধবার সন্ধ্যা ৬টায় দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের মোকাবিলা করবে অস্ট্রেলিয়া।


আরো সংবাদ



premium cement