২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

অস্ট্রেলিয়া বধে ম্যাচ সেরা নাসুম

অস্ট্রেলিয়া বধে ম্যাচ সেরা নাসুম - ছবি - সংগৃহীত

অভিষেক টি টোয়েন্টি ম্যাচে পেয়েছিলেন দুই উইকেট। এরপর টানা তিন ম্যাচে থেকেছেন উইকেটশূন্য। আক্ষেপ-হতাশা হয়তো ভর করেছিল তার মনে। টি টোযেন্টি ক্যারিয়ারে পঞ্চম ম্যাচে এসে তাবত হতাশা এক ফুতকারে উড়িয়ে দিলেন নাসুম আহমেদ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মহাগুরুত্বপূর্ন ম্যাচে চেনালেন নিজের জাত।

স্পিন ঘুর্ণিতে তুলে নিলেন চারটি উইকেট। যা তার টি টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা বোলিং। এমন দিলেন দলও জিতলে হেসে খেলে। আর অনুমিতভাবে ম্যাচ সেরার পুরস্কার জিতলেন নাসুমই।

ইনিংসের দ্বিতীয় ওভারে নিজের প্রথম উইকেট তুলে নেন নাসুম। বিদায় করেন ওপেনার ফিলিপকে। এরপর ফেরান অজি অধিনায়ক ওয়েডকে। তারপর অ্যাগার। শেষ উইকেট তো মহা গুরুত্বপূর্ণ। উইকেটে টিকে যাওয়া মিচেল মার্শের উইকেট। যার ব্যাটে এসেছে অস্ট্রেলিয়ার ব্যক্তিগত সর্বোচ্চ রান।

সব মিলিয়ে চার ওভারে নাসুম দিয়েছেন মাত্র ১৯ রান। বিনিময়ে পান চারটি উইকেট। ইকোনমি রেট ৪.৭৫। এর চেয়ে কম ইকোনমি রেট আছে মাত্র একজনের। তিনি মোস্তাফিজ। ৪ ওভারে এই পেসার দিয়েছেন মাত্র ১৬ রান, উইকেট পান দুটি।

সব মিলিয়ে বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট ছিল এক কথায় অসাধারণ। এর মধ্যে সবচেয়ে বেশি আলো ছড়িয়ে টি টোয়েন্টি ক্যারিয়ারে প্রথমবারের মতো ম্যাচ সেরার পুরস্কার জেতেন নাসুম।


আরো সংবাদ



premium cement