২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ভারতকে হারিয়ে সমতা আনলো শ্রীলঙ্কা

ভারতকে হারিয়ে সমতা আনলো শ্রীলঙ্কা - নয়া দিগন্ত

প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে দারুণ জয় পেল শ্রীলঙ্কা। ভারতকে হারিয়ে টি টোয়েন্টি সিরিজে সমতা আনেছে স্বাগতিক শিবির। দারুণ রোমাঞ্চের লড়াইয়ে বুধবার কলম্বোয় দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ভারতকে ৪ উইকেটে হারায় লঙ্কানরা। তিন ম্যাচ সিরিজে এখন সমতা ১-১ ব্যবধানে।

অবশ্য এই ম্যাচে ভারত ছিল বলা চলে দ্বিতীয় সারির দল। নিয়মিত আট খেলোয়াড়কে থাকতে হয়েছে আইসোলেশনে। চারজনের হয়েছে অভিষেক। সব মিলিয়ে ভারতকে স্বরুপে দেখা যায়নি।

আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৩২ রান করে ভারত। জবাবে শেষ ওভারের উত্তেজনায় শ্রীলঙ্কা ম্যাচ জেতে ১৯.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে। ব্যাট হাতে লঙ্কানদের জয়ের বন্দরে পৌঁছানো ধনাঞ্জায়া ডি সিলভা জেতেন ম্যাচ সেরার পুরস্কার।

সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা শুরু থেকেই ছিল চাপের মধ্যে। দুজন বলতে গেলে দলকে জয় পাইয়ে দেন। ওপেনার মিনুদ ভানুকা ৩১ বলে করেন ৩৬ রান। বাকি টপ অর্ডারের চার ব্যাটসম্যান ফেরেন দ্রুত। মিডল অর্ডারে দলে হাল ধরেন ধনাঞ্জয়া। হাসারাাঙ্গা ও চামিকার সঙ্গে গড়েন দুটি খন্ড জুটি। তাতেই শেষ হাসি হাসে শ্রীলঙ্কা। ৩৪ বলে মাত্র এক চার ও ছক্কায় ৪০ রানে অপরাজিত থাকেন ধনাঞ্জয়া। ৬ বলে ১২ রানে অপরাজিত থাকেন চামিকা।

এর আগে টস হেরে ব্যাট করতে নামা ভারতের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন অধিনায়ক শিখর ধাওয়ান। অভিষিক্ত দেবদূত পাডিকাল ২৯, রিতুরাজ ২১ রান করেন। লঙ্কানদের হয়ে বল হাতে আকিলা ধনাঞ্জয়া দুটি উইকেট লাভ করেন।

ভারতের হয়ে এই ম্যাচ অভিষেক হয় চারজনের। তারা হলেন চেতন সাকারিয়া, দেবদূত পাডিকাল, নিতিশ রানা, রিতুরাজ গাইকার্ড। লঙ্কানদের হয়ে অভিষেক হয় রমেশ মেন্ডিজের। আজ বৃহস্পতিবার কলম্বোতে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ টি টোয়েন্টি।


আরো সংবাদ



premium cement
আওয়ামী লীগকে ‘ভারতীয় পণ্য’ বললেন গয়েশ্বর দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে দাগনভুঞার যুবক নিহত কাশ্মিরে ট্যাক্সি খাদে পড়ে নিহত ১০ অবশেষে অধিনায়কের ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছল পাকিস্তান জাতিসঙ্ঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থাকে আবার অর্থায়ন শুরু করবে জাপান শেখ হাসিনার অন্তর্ভুক্তিমূলক রাজনীতি বিএনপিকে অন্ধকারে ঠেলে দিয়েছে : ওবায়দুল কাদের রাশিয়া সমুদ্র তীরবর্তী রিসোর্টে ১৬.৪ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে সিরিয়ায় ইসরাইলি হামলায় নিহত ৩৬ সেনা সদস্য দৌলতদিয়া ঘাটে পন্টুন থেকে নদীতে পড়ে যুবকের মৃত্যু অ্যানেসথেসিয়ার পুরনো ওষুধ বাতিল করে কেন নতুনের জন্য বিজ্ঞপ্তি! বাইডেনের মেয়াদে রুশ-মার্কিন সম্পর্কের উন্নতির কোনো আশা নেই : রুশ রাষ্ট্রদূত

সকল