২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

ভারতকে হারিয়ে সমতা আনলো শ্রীলঙ্কা

ভারতকে হারিয়ে সমতা আনলো শ্রীলঙ্কা - নয়া দিগন্ত

প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে দারুণ জয় পেল শ্রীলঙ্কা। ভারতকে হারিয়ে টি টোয়েন্টি সিরিজে সমতা আনেছে স্বাগতিক শিবির। দারুণ রোমাঞ্চের লড়াইয়ে বুধবার কলম্বোয় দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ভারতকে ৪ উইকেটে হারায় লঙ্কানরা। তিন ম্যাচ সিরিজে এখন সমতা ১-১ ব্যবধানে।

অবশ্য এই ম্যাচে ভারত ছিল বলা চলে দ্বিতীয় সারির দল। নিয়মিত আট খেলোয়াড়কে থাকতে হয়েছে আইসোলেশনে। চারজনের হয়েছে অভিষেক। সব মিলিয়ে ভারতকে স্বরুপে দেখা যায়নি।

আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৩২ রান করে ভারত। জবাবে শেষ ওভারের উত্তেজনায় শ্রীলঙ্কা ম্যাচ জেতে ১৯.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে। ব্যাট হাতে লঙ্কানদের জয়ের বন্দরে পৌঁছানো ধনাঞ্জায়া ডি সিলভা জেতেন ম্যাচ সেরার পুরস্কার।

সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা শুরু থেকেই ছিল চাপের মধ্যে। দুজন বলতে গেলে দলকে জয় পাইয়ে দেন। ওপেনার মিনুদ ভানুকা ৩১ বলে করেন ৩৬ রান। বাকি টপ অর্ডারের চার ব্যাটসম্যান ফেরেন দ্রুত। মিডল অর্ডারে দলে হাল ধরেন ধনাঞ্জয়া। হাসারাাঙ্গা ও চামিকার সঙ্গে গড়েন দুটি খন্ড জুটি। তাতেই শেষ হাসি হাসে শ্রীলঙ্কা। ৩৪ বলে মাত্র এক চার ও ছক্কায় ৪০ রানে অপরাজিত থাকেন ধনাঞ্জয়া। ৬ বলে ১২ রানে অপরাজিত থাকেন চামিকা।

এর আগে টস হেরে ব্যাট করতে নামা ভারতের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন অধিনায়ক শিখর ধাওয়ান। অভিষিক্ত দেবদূত পাডিকাল ২৯, রিতুরাজ ২১ রান করেন। লঙ্কানদের হয়ে বল হাতে আকিলা ধনাঞ্জয়া দুটি উইকেট লাভ করেন।

ভারতের হয়ে এই ম্যাচ অভিষেক হয় চারজনের। তারা হলেন চেতন সাকারিয়া, দেবদূত পাডিকাল, নিতিশ রানা, রিতুরাজ গাইকার্ড। লঙ্কানদের হয়ে অভিষেক হয় রমেশ মেন্ডিজের। আজ বৃহস্পতিবার কলম্বোতে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ টি টোয়েন্টি।


আরো সংবাদ



premium cement
চুয়াডাঙ্গায় হিট‌স্ট্রো‌কে যুবকের মৃত্যুর ৭ ঘণ্টা পর নারীর মৃত্যু ঢাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়াল, যশোরে দেশের সর্বোচ্চ ৪২.৬ শ্যালকদের কোপে দুলাভাই খুন : গ্রেফতার ৩ তীব্র গরমে কী খাবেন আর কী খাবেন না এবার তালতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতির আপত্তিকর ভিডিও ভাইরাল বঙ্গবীর কাদের সিদ্দিকীকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে বললেন এমপি জয় পঞ্চপল্লীর ঘটনায় ন্যায়বিচারের স্বার্থে যা দরকার দ্রুততম সময়ের মধ্যে করার নির্দেশ সরকার ভিন্ন মত ও পথের মানুষদের ওপর নিষ্ঠুর দমন-পীড়ন চালাচ্ছে : মির্জা ফখরুল ধুনটে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু বাকৃবির এক্স রোটারেক্টরর্স ফোরামের বৃত্তি প্রদান অনুষ্ঠিত পাবনায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, হিট স্ট্রোকে মৃত্যু ১

সকল